বিনোদন ২৯ আগস্ট, ২০১৯ ০৫:৪৮

কারিনার প্রথম ক্রাশ কে?

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। একমাত্র ছেলেসন্তান তৈমুরের জন্মের পর কিছুদিন বিরতি নিয়েছিলেন। তবে ফিরেই দিয়েছেন হিট ছবি ‘বীরে দ্য ওয়েডিং’। এখন তাঁর হাতে রয়েছে তিনটি চলচ্চিত্র।

যা হোক, সম্প্রতি ছোটপর্দায় অভিষেক হয়েছে কারিনা কাপুরের। ‘ড্যান্স ইন্ডিয়া ড্যান্স’-এ বিচারকের আসনে এ অভিনেত্রী। সাম্প্রতিক একটি পর্বে কারিনা তাঁর প্রথম ক্রাশের নাম ফাঁস করেছেন। বলেছেন, তরুণ বয়সে নব্বই দশকের এক অভিনেতার প্রেমে পড়েন তিনি।

ওই শোর সঞ্চালক করণ ওয়াহি কারিনাকে জিজ্ঞেস করেন, জীবনের প্রথম ক্রাশ কে? শুরুতে আমতা আমতা করলেও পরে বলেন, অভিনেতা রাহুল রায় ছিলেন তাঁর প্রথম ক্রাশ। এতটাই পছন্দ করতেন যে রাহুলের ‘আশিকি’ ছবিটি আটবার দেখেছেন।