বিনোদন ৭ ডিসেম্বর, ২০২০ ০৭:৩০

তারেক মাসুদ পুরস্কার জিতলো যারা

বিনোদন ডেস্ক   

৬ ডিসেম্বর কীর্তিমান চলচ্চিত্রকার তারেক মাসুদের জন্মদিন। বিশেষ এই দিনে আয়োজনে করা হয় ‌‘তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার ২০২০’।              

এবার ‘তারেক মাসুদ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা-২০২০’ এর বিজয়ী হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বায়োস্কোপ’। এই ছবিটি নির্মাণ করেছেন ওয়াহিদ রাজ। দ্বিতীয় হয়েছে কে এম কনকের ‘লটারি’। রাদ আহমেদ ফুয়াদের ‘নিয়েন্তে এন রিয়েলতা’ ছবিটি পেয়েছে তৃতীয় পুরস্কার। গতকাল তারেক মাসুদের জন্মদিনে অনলাইনে লাইভ অনুষ্ঠানে বিজয়ী ছবি ও পরিচালকের নাম ঘোষণা করা হয়। সময়মতো অনুষ্ঠান করে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ক্রেস্ট আর সার্টিফিকেট।  

নান্দনিক এ অভিনেতা তরুণ প্রজন্মকে সিনেমা বানাতে উৎসাহিত করতেন আর তার এ ভাবনা ও বিশ্বাসের রূপায়ণ হিসেবে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট ২০১৩ সালে আয়োজন শুরু করে চলচ্চিত্র নির্মাণ প্রতিযোগিতা। মাঝখানে কয়েক বছর বিরতির পর তরুণ নির্মাতাদের উৎসাহ প্রদানে এ বছর আবার আয়োজিত হচ্ছে এর চতুর্থ আসর। আয়োজন করেছে তারেক মাসুদ মেমোরিয়াল ট্রাস্ট এবং সহযোগিতায় ম্যুভিয়ানা ফিল্ম সোসাইটি ও ইমেশন ক্রিয়েটর। প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন মোরশেদুল ইসলাম, ক্যাথরিন মাসুদ, খুশী কবির, প্রসূন রহমান ও বেলায়াত হোসেন মামুন।

আয়োজকেরা জানিয়েছেন, অন্যবারের মতো এবারও তরুণ নির্মাতাদের দিক থেকে ব্যাপক সাড়া পাওয়া যায়। মহামারি করোনার প্রতিবন্ধকতার মধ্যেও মোট ৫৭টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে সর্বশেষ ১০টি ছবি বাছাই করা হয়েছিল। ছবিগুলো হচ্ছে শ্রেয় চৌধূরী ও অনিক চন্দর ‘৪০৪ এরর’, নভেরা হাসানের ‘আগুয়ান’, শাহাজাদা আল করিমের ‘বিফোর দ্য ল’, ওয়াহিদ রাজের ‘বায়োস্কোপ’, ফরহাদ হাসান ফাহাদের ‘ইন্টারভ্যাল’, কে এম কনকের ‘লটারি’, নূরে আলমের ‘মিনিয়াং’, রাদ আহমেদ ফুয়াদের ‘নিয়েন্তে এন রিয়েলতা’, রুদ্রনীল আহমেদের ‘নাথিং হ্যাপেন্ড দ্যাট নাইট’, অরুনাভ বিলের ‘দ্য এন্ডলেস সার্কল’। সেখান থেকে সেরা তিনটি ছবির নাম ঘোষণা করা হলো রোববার রাতে।