বিনোদন ডেস্ক
ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। এছাড়া, তিনি দেশের শোবিজের অন্যতম পরিচিত মুখ। তার সাবলীল অভিনয়, সারল্য দিয়ে তিনি মুগ্ধতা ছড়িয়ে যাচ্ছেন দর্শকদের মাঝে। বর্তমানে এ অভিনেত্রী বেশ কর্মব্যস্ত সময় পাড় করছেন জানা যায়, গেলো মাসেই রায়হান রাফির ‘দামাল’ সিনেমায় চুক্তিবদ্ধ হন তিনি।
নতুন কাজের অভিজ্ঞতা নিয়ে মিম বলেন, এই ছবিতে আমার চরিত্রটি খুবই চমৎকার। এখানে প্রতিবাদী এক মেয়ের চরিত্র দর্শক আমাকে দেখবেন। শুরুতে খুব নরম প্রকৃতির বা স্বভাবের থাকলেও পরবর্তীতে পরিস্থিতির কারণে সে প্রতিবাদী হয়ে ওঠে। চলচ্চিত্রে একটি মেয়ের দুইটি রূপ তুলে ধরাটা কিছুটা কষ্টকর ছিল। বলা যায় চ্যালেঞ্জ নিয়ে কাজটি করেছি।

তিনি আরও বলেন, সবচেয়ে ভালো লাগার বিষয়টা হচ্ছে ছবিতে মুক্তিযুদ্ধের সময়টা এখানে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। গল্প, চরিত্র, মেকিং সবমিলিয়ে পুরো কাজটা করে ভালো লেগেছে।
উল্লেখ্য, ছবিটি মুক্তিযুদ্ধের সময় গঠিত হওয়া স্বাধীন বাংলা ফুটবল দলের গল্প নিয়ে তৈরি হচ্ছে। চলচ্চিত্রটিতে প্রতিবাদী এক মেয়ের চরিত্রে অভিনয় করছেন মিম। তাছাড়া সে সিনেমায় আরও অভিনয় করছেন সিয়াম আহমেদ, শরীফুল রাজ, রাশেদ মামুন অপু, সাঈদ বাবু, নাজিফা বাশার, মাজনুন মিজান প্রমুখ।

জানা গেছে, ছবিটির শুটিং-এ টানা ১২ দিন সৈয়দপুরে থাকতে হয়েছে তাকে। গতকালই সিনেমাটির শুটিং সেরে ঢাকায় ফিরেছেন মিম। শিগগিরই অনম বিশ্বাসের প্রথম ওয়েব ফিল্ম ‘হোয়াট দ্য ফ্রাই?’-এর শুটিং করবেন মিম। গেলো বছর ডিসেম্বরে ‘ইত্তেফাক’ ছবির শুটিং করেছিলেন মিম। তার অভিনীত ‘পরান’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে।






















