বিনোদন ডেস্ক
নানান কর্মকাণ্ডের কারণে সবসময় আলোচনার মধ্যেই থাকেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। ইউটিউব কন্টেন্ট, নির্বাচনে অংশগ্রহণ, সিনেমা তৈরি, নিজের নামের অ্যাপের পর এবার তিনি হাজির হয়েছেন গান নিয়ে। একের পর এক গান গাচ্ছেন আর সেটিই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে।
হিরো আলমের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আজ তিনি প্রকাশ করেছেন তার গাওয়া নতুন গান ‘আজা ম্যারে পাস’। গানটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ট্রল। এর আগে বাংলা ও ইংরেজি গানে কণ্ঠ দিলেও এবারই প্রথম হিন্দি গান গাইলেন তিনি। গানটির সংগীতায়োজন করেছেন মম রহমান। গানটি এরইমধ্যে ৬০ হাজারেরও বেশি ভিউ পেয়ে গেছেন ভাইরাল যুবক হিরো আলম।
গানটির শুরুতে হিরো আলম ভিডিওতে বলেন, আমি কোনো গায়ক না, শিল্পী না। আমি ভাঙা মন জোড়া লাগাতে চাই। একটু বিনোদন দিতে চাই। আমি তো কারও পিছে লাগিনি। কে কী সমালোচনা করলো আমি কেয়ার করি না!
গান গাইতে গিয়ে ভুলভ্রান্তি হলে সবাইকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বানও জানান হিরো আলম। এরপর তিনি উর্দুসহ আরও অন্য ভাষায় গান গাইবেন বলেও ইঙ্গিত দেন।
উল্লেখ্য, হিরো আলম ১৯৮৫ সালের ২০ জানুয়ারি বগুড়া জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আব্দুর রাজ্জাক, মা আশরাফুন বেগম। প্রথম দিকে নিজ গ্রাম এরুলিয়ায় সিডি বিক্রির কাজ করতেন এবং পরবর্তীতে স্যাটেলাইট টিভি সংযোগের ব্যবসা করেন।






















