বিনোদন ডেস্ক
‘টুম্পা সোনা দুটো হাম্পি দে না/ আমি মাইরি বলছি, আর খইনি খাব না’। ওপার বাংলার আলোচিত গান ‘টুম্পা’। এই গানটিতে জমপেশ নেচেছেন কলকাতার অভিনেতা কাঞ্চন মল্লিক। নাচের ভিডিও পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে। ভিডিওতে কাঞ্চনের সঙ্গে অভিনেত্রী শ্রীময়ীকেও দেখা গেছে।
এর আগে শ্রীলেখা থেকে শুরু করে এ প্রজন্মের অনামিকা চক্রবর্তী নেচেছেন গানটির সঙ্গে। তাদের তালিকা এবার যুক্ত হলো কাঞ্চন মল্লিকের নাম।
মেকআপ রুমের দরজা বন্ধ করে সহ-অভিনেতা শ্রীময়ী চট্টরাজের সঙ্গে তুমুল নেচেছেন কাঞ্চন। তার পরনে ছিল টুকটুকে লাল জ্যাকেট। নীল প্রিন্টেড ডেনিম। চোখে চশমা। তার সঙ্গে শ্রীময়ীকে দেখা গেছে সবুজ শিফন শাড়িতে।
ভিডিওটি প্রকাশের পর নেটিজেনরা বেশ ভালো নিয়েছে। কমেন্টস বক্সের দিকে নজর রাখলেই তার আন্দাজ পাওয়া যাচ্ছে। বেশির ভাগ কমেন্টসে ‘লাভ’ এবং ‘স্মাইল’ ইমোজি ব্যবহার করেছেন নেটিজেনরা।






















