বিনোদন ডেস্ক
সময়ের জনপ্রিয় বলিউড তারকা আলিয়া ভাট। হঠাৎ করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী। গত রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের একটি হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। এমনটাই জানা গেছে ভারতীয় গণমাধ্যম সূত্রে।
জানা গেছে, শারীরিক দুর্বলতা অনুভব করা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আলিয়াকে। চিকিৎসকদের পরীক্ষার পর আপাতত কিছুটা ভালো আছেন তিনি। প্রয়োজনীয় ওষুধ দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে অভিনেত্রীকে।
উল্লেখ্য, ‘গাঙ্গুবাই কাঠিওয়াড়ি’ সিনেমার শুটিং করছিলেন আলিয়া। সঞ্জয়লীলা বানশালি পরিচালিত ওই সিনেমায় নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলিয়া। শুটিংয়ের ফাঁকে পরিবারসহ রণথম্ভোরে উড়াল দিয়েছেন আলিয়া। এদিকে, শোনা গিয়েছে পরিবার এবং ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে রণবীর কাপুরের সঙ্গে আলিয়ার বাগদান সম্পন্ন হবে। যদিও শেষ পর্যন্ত বাগদান হয়নি তাদের। বাগদান না হওয়ার খবরটি ভারতীয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রণবীর কাপুরের কাকা রণধীর কাপুর।






















