বিনোদন ডেস্ক
বৈশ্বিক মহামারি করোনার প্রকোপে কারণে প্রায় সাত মাস কোনো নাটক বা সিনেমায় অভিনয় করেননি নুসরাত ইমরোজ তিশা। গেল বছর শেষের দিকে টেলিভিশন নাটকে অভিনয় মাধ্যমে আবারও ব্যস্ত হয়ে ওঠেন তিনি।
চলতি বছরের শুরুতে নতুন দুই সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন এ অভিনেত্রী। সরকারি অনুদানে নির্মিত ‘ভালোবাসা প্রীতিলতা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন তিশা। প্রদীপ ঘোষের পরিচালনায় এ সিনেমায় তিশার অংশের কাজ শেষ হয়েছে। নতুন বছরে ‘রক্তজবা’ শিরোনামের একটি নতুন সিনেমায় অভিনয় করেছেন এ অভিনেত্রী। এটি পরিচালনা করছেন নিয়ামুল মুক্তা।
এদিকে, ১৫ জানুয়ারি থেকে ‘রক্তজবা’র চিত্রায়ণ শুরু হয়েছে। চিত্রায়ণে অংশ নিয়েছেন তিশা। সিনেমা দুটি নিয়ে বেশ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। তার ভাষায়, ভালো গল্প পেলে যে কোনো নির্মাতার ছবিতে অভিনয় করতে আমার আপত্তি নেই। নির্মাণ চলতি দুটি ছবিই খুব সুন্দর গল্প নিয়ে তৈরি হচ্ছে। চরিত্রগুলোতে আমাকে নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে। আশা করছি দুটি ছবিই দর্শকের ভালো লাগবে।
তিশা বর্তমানে মুম্বাই আছেন। ‘বঙ্গবন্ধু’ বায়োপিকের চিত্রায়ণে অংশ নিতে ২৩ জানুয়ারি মুম্বাই গেছেন তিনি। বায়োপিকে শেখ মুজিবুর রহমানের স্ত্রী রেনুর ভূমিকায় অভিনয় করবেন এ অভিনেত্রী। জাতির জনকের বায়োপিকটি পরিচালনা করছেন ভারতের প্রখ্যাত পরিচালক শ্যাম বেনেগাল।






















