বিনোদন ডেস্ক: করোনার সময় পুরো বিশ্ব থমকে গিয়েছিলো। কিভাবে কি কিরা উচিত তা বুঝে উঠতে সময় লেগেছে কয়েক মাস। সবাইর মতো বলিউডের বাদশাহ শাহরুখ খাঁনও ছিলো ঘরবন্দী।
লকডাউনে কিভাবে শরীরচর্চা করতেন, কিভাবে স্বাস্থ্যের খেয়াল রেখেছিলেন সবটাই জানালেন শাহরুখ। মূলত 'পাঠান'-এর জন্যই একটা দারুণ ফিটনেস প্রয়োজন ছিল কিং খানের। কিন্তু করোনার সময় সবকিছুই বন্ধ হিয়ে গিয়েছিল, এমনকি রাস্তায় বেরোনোর উপায়ও ছিল না। কিন্তু তাই বলে কী শরীরচর্চা বন্ধ রাখা যায়? একদমই না! করোনার সময় তাই শাহরুখ খানের ফিটনেস গুরুর ভূমিকা পালন করেছিলেন সালমান খান, হৃত্বিক রোশন এবং টাইগার শ্রফ!
শাহরুখ খানের এক ভক্তের পোস্ট করা ভিডিওতে দেখা যায়, করোনার সময় নিজের ফিটনেস নিয়ে কথা বলছেন শাহরুখ। শাহরুখ বলেন, "করোনার সময় আমি সাধারণত খুব দেরি করে উঠতাম। এরপর ব্যক্তিগত জিমে ৩০-৪৫ মিনিট সময় কাটাতাম। কিন্তু কোয়ারেন্টাইনের জন্য কোনও ফিটনেস ট্রেইনারকে পাইনি।"
এরপর তিনি গুগল করে দেখেন যে কোন ব্যায়ামগুলো তিনি করতে পারবেন। আবার সালমান খান, হৃত্বিক রোশনদের ফোন করে পরামর্শ নিতেন যে কোন ব্যায়াম করলে সেটা তার জন্য ভালো হবে।
আগামী বছর একাধিক ছবি মুক্তি পেতে যাচ্ছে কিং খানের। সবার আগে ২০২৩ সালের ২৫ জানুয়ারি মুক্তি পাবে 'পাঠান'। তারপর মুক্তির অপেক্ষায় আছে 'জওয়ান' এবং 'ডানকি' দুটি ছবি।
২০২১ সালের শুরুর দিকে 'পাঠান'-এর জন্য প্রস্তুতি নিতে শুরু করেন শাহরুখ। কিন্তু তখন ভারতে কোভিডের দ্বিতীয় তরঙ্গের কারণে সব জিম বন্ধ ছিল। তাই বাড়িতেই শরীরচর্চা করতে হয়েছিল শাহরুখকে।
আমাদে কাগজ//টিএ






















