আমাদের কাগজ ডেস্কঃ সিনেমা করতে গিয়েই আলিয়া-রণবীর একে অন্যের প্রেমে পড়েন। প্রায় পাঁচ বছর সম্পর্কের পর চলতি বছর এপ্রিলে বিয়ে করেন এই তারকাজুটি। তবে এখনও এক মাস হয়নি মা হয়েছেন আলিয়া ভাট। এর মধ্যেই মেয়েকে লোকচক্ষুর আড়ালেই রাখেছেন এ দম্পত্তি। তবে মেয়েকে নিয়ে ভাবনার যেন শেষ নেই। এখন থেকেই চিন্তায় এই অভিনেত্রী।
মেয়ে যদি বড় হয়ে অভিনেত্রী হতে চান কী করবেন?
এক সাক্ষাৎকারে নিজের পরিকল্পনার কথা জানান আলিয়া
তিনি খোলাখুলি জানান, মেয়েকে সংবাদমাধ্যমে সামনে আনার বিষয়ে এক রকম দ্বন্দ্বেই রয়েছেন তিনি। আলিয়া বলেন, আমি এই জীবনটা বেছে নিয়েছি আমার জন্য, কিন্তু ভবিষ্যতে হতেই পারে আমার সন্তান এই পথ হাঁটল না। এই বিষয়টা নিয়ে একটু চিন্তায় রয়েছি।
মেয়ের বড় হয়ে অভিনেত্রী হওয়া প্রসঙ্গে আলিয়া বলেন, আমি আমার সন্তাকে নিয়ে আগাম কোনো পরিকল্পনা করছি না। আমি এখন থেকে কিছু ভাবছি না। কারণ, আশা করে রাখলে পরে তা পূর্ণ না হলে খারাপ লাগা থাকে। ও নিজের মতোই বড় হোক।
২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া ভাট ও রণবীর কাপুর। গত ১৪ এপ্রিল মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।
আমাদের কাগজ/এম টি