বিনোদন ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন যেন ‘টক অব দ্য কান্ট্রি’তে পরিণত হয়েছিলো। এবার ঘনিয়ে এলো বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন। আগামী ৩০ ডিসেম্বর ২০২৩-২৪ সেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে এফডিসিতে।
মোট দুটি প্যানেল এবার নির্বাচনে অংশ নিচ্ছে। একটি প্যানেলের নেতৃত্বে আছেন কাজী হায়াৎ-শাহীন সুমন, অন্যটিতে মুশফিকুর রহমান গুলজার-জাকির হোসেন রাজু। দুই প্যানেল থেকেই খ্যাতনামা নির্মাতাসহ নতুন প্রজন্মের নির্মাতারা অংশ নিয়েছেন। তবে এবারের নির্বাচন ঘিরে এখনও কোনো উৎসবের আমেজ দেখা যায়নি। সাধারণ সদস্যদের ভাষ্য, আর কিছুদিন গেলে নির্বাচনের উৎসবের আমেজ পাওয়া যাবে।
জানা গেছে, নির্ধারিত দিনে সকাল নয়টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচন পরিচালনার জন্য আবদুল লতিফ বাচ্চুর নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট একটি নির্বাচন কমিশন কাজ করছে। তারা হলেন, সামসুল আলম ও নিশান।
আমাদের কাগজ//জেডআই






















