বিনোদন ৪ ফেব্রুয়ারি, ২০২৩ ০৭:৩০

দলীয় পদ নিয়ে আলোচনা, মুখ খুললেন মাহি 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ চলোচিত্র জগতের প্রিয় মুখ মাহিয়া মাহি। ইদানিং স্বামী রকিব সরকারকে সহযোদ্ধা করে মাঠে সক্রিয় হচ্ছেন ।বাড়াচ্ছে কমিউনিকেশনও। এর পরিপ্রেক্ষিতে ধানমন্ডির আওয়ামী লীগের অফিসে প্রায় সময় আসা যাওয়া হচ্ছে তার। তবে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের উপনির্বাচনে প্রার্থী হতে মনোনয়ন ফরম কিনলেও দলের সায় পাননি। তবে ভোটের মাঠে নৌকার প্রার্থী মু. জিয়াউর রহমানের প্রচারণায় সরব ছিলেন তিনি। 

গত শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নির্বাচনের কাজের আপডেট জানাতে আওয়ামী লীগের ধানমন্ডি অফিসে গিয়েছিলেন মাহি। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষৎ করে দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার আগ্রহের কথা জানান নায়িকা।এ প্রসঙ্গে মাহি একটি গণমাধ্যমকে জানান, ‘আমি সংগঠনে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছি। সেখানে অনেকেই ছিলেন। তাদের মধ্যে কেউ কেউ বলেছেন, আমি যেহেতু সাংস্কৃতিক অঙ্গনের মানুষ, তাই আমাকে সংস্কৃতি উপকমিটিতে রাখা যায় কিনা। এর পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদের স্যার বলেছেন, বিষয়টি তারা দেখবেন।’

ওবায়দুল কাদের মাহিকে সংস্কৃতি উপকমিটিতে রাখার নির্দেশ দিয়েছেন, এমন খবরের প্রসঙ্গে নায়িকার ভাষ্য, ‘ওবায়দুল কাদের স্যার কথাটা ঠিক সেভাবে বলেননি। আমি যেহেতু সংগঠনের সঙ্গে থাকতে চেয়েছি, কাজ করতে চেয়েছি- সেই প্রেক্ষিতে তিনি বিষয়টি দেখবেন বলেছেন। এটা আলোচনা, ডিসিশন না।’

অন্যদিকে মাহির স্বামী রকিব সরকার বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব মাহিকে এলাকার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন। এ ছাড়াও তাকে (মাহি) কোনো পদে রাখা যায় কিনা, সেটিও আলোচনায় উঠেছে।’

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যরিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে বলেন, ‘এমন কিছু আমার জানা নেই।’

এদিকে নারী নির্যাতনের ঘটনার প্রেক্ষাপৃট নিয়ে নির্মিত মাহিয়া মাহির ‘বুবুজান’ সিনেমাটি সারাদেশে মুক্তি পাবে আগামী ১৭ ফেব্রুয়ারি। 
 

আমাদের কাগজ/এমটি