আমাদের কাগজ ডেস্কঃ রাখি সাওয়ান্ত নামটির সাথে অনেকেই কম বেশি সবাই পরিচিত। বেশ কিছু দিন ধরে তার জীবনে চলছে নানান চড়াই উত্থান। সম্প্রতি, রাখির দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে তার স্বামী আদিল ডুরানিকে। গত ৭ ফেব্রুয়ারি গ্রেপ্তারের পর আদিলকে আন্ধেরির আদালতে তোলা হলে তার জামিন না মঞ্জুর করে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয় আদালতে। হিন্দুস্তান টাইমস এ খবর প্রকাশ করেছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে দেখা যায় রাখিকে। স্বামীর অত্যাচারের কথা বলতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন রাখি। যার ভিডিও ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। রাখির আইনজীবী এ বিষয়ে জানান, ‘আমরা আদিলকে পুলিশি হেফাজতে পাঠানোর অনুরোধ করেছিলাম। কিন্তু ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন।’
রাখির বড় ভাইয়ের দাবি, মায়ের মৃত্যুর দিন আদিল রাখিকে অকথ্য শারীরিক নির্যাতন করেছে, এমনকী তাকে প্রাণে মেরে ফেলারও চেষ্টা পর্যন্ত করেছে। এদিন আদালত চত্বর থেকে বেরিয়ে রাখিকে নিয়ে কুপার হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেন তার পরিবার।
আমাদের কাগজ/এমটি






















