বিনোদন ২২ ফেব্রুয়ারি, ২০২৩ ০৮:৩১

রাজ-শুভশ্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ভাইরাল

বিনোদন ডেস্ক: ভক্তদের কাছে কলকাতার জনপ্রিয় তারকা দম্পতি শুভশ্রী গঙ্গোপাধ্যায়-রাজ চক্রবর্তী খুবই পরিচিত মুখ। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) ৪৮তম জন্মদিন ছিল অভিনেত্রীর স্বামী রাজের। এ দিন জন্মদিনকে আরও স্পেশাল করতে নানা আয়োজন করেন শুভশ্রী।

মঙ্গলবার গভীর রাতে নিজের ফেসবুক পোস্টে সেই জন্মদিনেরই কিছু ছবি শেয়ার করেছেন লাস্যময়ী এই অভিনেত্রী। সেখানে দেখা যায় শুভশ্রী স্বামী রাজকে জরিয়ে দরে ঠোঁটে চুমু দিচ্ছেন। সেই ছবির ক্যাপশনে স্বামী রাজকে ট্যাগ করে লিখেছেন, শুভ জন্মদিন আমার ভালবাসা। সেই সঙ্গে জুড়ে দিয়েছেন একটি লাভ ইমোজি। আর মুহূর্তেই সেই ছবিগুলো ভাইরাল হয়ে যায়।

ছবিগুলোতে দেখা যায়, শুভশ্রীর পরনে রয়েছে একটি লাল শর্ট ড্রেস এবং রাজ পরেছেন কালো শার্ট-প্যান্ট। এ দিন রাতে ডিনারে আউটে গিয়েছিলেন এই তারকা দম্পতি।

সেখানে গভীর ভাবে চুম্বনরত অবস্থায় দেখা যায় রাজ-শুভশ্রীকে। এ ছাড়া একে অন্যকে জড়িয়েও পোজ দিয়েছেন ক্যামেরায়। বন্ধুদের সঙ্গে নিয়ে কেক কেটে স্বামীর জন্মদিন পালন করেন এই অভিনেত্রী।

অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্য লিখেছেন, ‘পারফেক্ট’। উষসী সেনগুপ্ত লেখেন, ‘গোলস’। এমনকি ঋতুপর্ণা সেনগুপ্তও ভালোবাসা জানিয়েছেন তাদের এই পোস্টে। অভিনেত্রীর স্বামীকে এত ঘন ঘন চুমু খাওয়া দেখে নেটিজেনদের মধ্যে কয়েকজন বেশ মজা করে পোস্ট শেয়ার করে লেখেন, ‘ইন্দুবালা চুমুর হোটেল’।

প্রসঙ্গত, শুভশ্রীর অভিনীত আসন্ন সিরিজ ‘ইন্দুবালা ভাতের হোটেল’। আর এই ছবির মাধ্যমেই ওটিটিতে পা রাখছেন এ নায়িকা।

আমাদেরকাগজ/এইচএম