বিনোদন ১৪ মার্চ, ২০২৩ ০৪:৪৮

কি প্রমাণের চেষ্টায় জায়েদ খান?

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত নায়ক জায়েদ খান। চলচ্চিত্র শিল্পী সমিতির সবশেষ নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। বিভিন্ন ইস্যুতে নিজের মতামত প্রকাশ করেন। এ ছাড়া সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনুরাগীদের নিজের ব্যক্তিজীবন নিয়েও আপডেট দেন এ নায়ক।

এর ধারাবাহিকতায় সোমবার (১৩ মার্চ) নিজের ভেরিফায়েড আইডিতে একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লেখেন, ‘নিজেকে নিজের কাছেই প্রমাণ করার চেষ্টা করি, অন্যদের কাছে নয়।’

ছবিতে তাকে কালো রঙের স্যান্ডো গেঞ্জিতে দেখা যায়। আর চারপাশের পরিবেশে এটা স্পষ্ট, শরীরচর্চার সময় তোলা হয়েছে ছবিটি।

সম্প্রতি জায়েদ খান মুম্বাই গিয়েছিলেন। সেখানে বেশ কিছুদিন থাকার পর বাংলাদেশে ফেরেন। তবে ঠিক কি কারণে গিয়েছিলেন সেখানে তা এখনও স্পস্ট করে বলেননি তিনি।