বিনোদন ১৮ মে, ২০২৩ ০৮:৫০

জিনাত আমানের কাছে ক্ষমা চাইলেন বিন্দু

বিনোদন ডেস্ক : ভারতের আশির দশকের অন্যতম পরিচিত অভিনেত্রী বিন্দু খলনায়িকার চরিত্রগুলোর জন্য সবার মনে এখনো জ্বলজ্বল করছেন। একই সঙ্গে তার নাচের জাদুতেও মুগ্ধ করেছিলেন। ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমায় তার অভিনয় আজও সকলের মন ছুঁয়ে যায়। সম্প্রতি একটি সাক্ষাৎকারে একাধিক বিষয়ে এই অভিনেত্রী নিজের মতামত জানান। সেখানেই তিনি জিনাত আমানকে নিয়ে কথা বলেন।

বর্ষীয়ান অভিনেত্রী বলেন, তিনি ১৮ বছরেই বিয়ে করেছিলেন। তবু ভক্তদের থেকে তাদের বহু ভালোবাসা পেয়েছেন। সহ্য করেছেন অনেক পাগলামি। একবার নাকি তাকে এক ব্যক্তি রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়েছিলেন। তখন তাকে বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হতে হয়।

এরপর সেই সাক্ষাৎকারে অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় সত্তর ও আশির দশকে কে সবচেয়ে বড় ফ্লার্টি ছিলেন? কে তার সহ-অভিনেতাদের সঙ্গে ফ্লার্ট করতেন? এর উত্তরে বিন্দু বলেন, ‘জিনাত আমান।’ জিনাতের সঙ্গে বিন্দুকে ‘প্রেম শাস্ত্র’, ‘চোর কে ঘার চোর’, ‘লাওয়ারিস’ প্রভৃতি চলচ্চিত্রে একসঙ্গে দেখা গিয়েছিল। সেরা ফ্লার্ট হিসেবে জিনাতের নাম বলার পর তিনি অবশ্য জিনাতের কাছে ক্ষমা চেয়ে বলেন, ‘সরি জিনাতজি।’ তারপর অভিনেত্রী বলেন, অমিতাভ বচ্চন এবং রাজেশ খান্না এমন দুই অভিনেতা ছিলেন যারা গোটা সিনটা বদলে দিতে পারতেন নিজেদের ইচ্ছায়। একই সঙ্গে তিনি এই সাক্ষাৎকারে বলেন শর্মিলা ঠাকুর সেই সময়ের সবচেয়ে স্টাইলিশ ছিলেন।

বিন্দুকে শেষবার ‘মেহবুবা’ চলচ্চিত্রে দেখা গিয়েছিল। এর আগে যদিও তিনি ‘ম্যায় হু না’, ‘ওম শান্তি ওম’-এর মতো চলচ্চিত্রে কাজ করেছেন। অন্যদিকে জিনাত আমান সদ্যই ইনস্টাগ্রামে এলেও প্রতিনিয়ত তার ফলোয়ার সংখ্যা বাড়ছে। একই সঙ্গে তাকে আগামীতে ‘মারগাঁও : দ্য ক্লোজড কেস’ এবং ‘শোস্টপার শো’তে দেখা যাবে।

আমাদের কাগজ /  এইচকে