বিনোদন ২২ মে, ২০২৩ ০৫:১৪

কবি নজরুলের জন্মদিনে ‘পরদেশী মেঘ’

বিনোদন প্রতিবেদক : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিনে ‘পরদেশী মেঘ’ শিরোনামের গানটি নতুন আঙ্গিকে শ্রোতা দর্শক অনুরাগীদের সামনে আসছে। তিনি সাম্যের কবি,গানের কবি, গানটিতে আবৃত্তি করেছেন চাঁদনী এবং কণ্ঠ দিয়েছেন নির্ঝর চৌধুরী। সংগীতায়োজন করেছে শাহরিয়ার আলম মার্সেল।

এই গানে চাঁদনীর সহশিল্পী কোরিওগ্রাফার আবু নাঈম। নৃত্য  এবং অভিনয়ের সমন্বয়ে নবআঙ্গিকে চিত্রায়িত হয়েছে "পরদেশী মেঘ"।  
কক্সবাজারের মনোরম লোকেশনে নির্মাতা মাহমুদ নিয়াজ চন্দ্রদ্বীপ গানটির চিত্রধারণের কাজ করেন। গায়ক নির্ঝর চৌধুরী  বলেন, গানটিতে দেশীয় বাদ্যযন্ত্রের পাশাপাশি পাশ্চাত্যের বাদ্যযন্ত্রও ব্যবহার করা হয়েছে। আশা করছি ব্যতিক্রমধর্মী এই কাজটি সবার ভাল লাগবে।

আমাদেরকাগজ / এইচকে