বিনোদন ২০ আগস্ট, ২০২৩ ০৫:৪৪

অভিনেতা তারিক স্বপনের মা আর নেই

বিনোদন ডেস্ক : ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তারিক স্বপনের মা আফরোজা বেগম লিলি মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার, ১৯ আগস্ট শহীদ এম. মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করার পরে না ফেরার দেশে পাড়ি জমালেন এই অভিনেতার মা। এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন স্বপন নিজেই।  

তিনি বলেন, ‘উফ মা! আমাদের রেখে চলেই গেলে! আর কোনোদিনই তোমার সাথে দেখা হবে না, কথা হবে না। মা বলে তোমাকে ডাকতে পারব না। এই পৃথিবীর দ্বিতীয় কেউ তুমি ছাড়া তোমার সন্তানের কষ্ট অনুভব করবে না। এই নির্মম নিষ্ঠুরতার জীবন নিয়ে কেন যে আমরা পৃথিবীতে আসি! হে মহান আল্লাহ রাব্বুল আলামীন আমার মাকে আপনি বেহেশত নসিব করুন।’

তারিক স্বপনের মায়ের মৃত্যুর খবরে শোবিজ অঙ্গনের অনেকে সমবেদনা জানিয়েছেন। এছাড়াও অনেক অভিনয়শিল্পী শোক প্রকাশ করেছেন। 

চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘বিদেহী আত্মার শান্তি কামনা করছি।’, গোলাম ফরিদা ছন্দা লিখেছেন, ‘এই বেদনার কোনো সান্ত্বনা হয় না।’ নাট্যকার মাসুম রেজা লিখেন, ‘তার আত্মার শান্তি কামনা করছি।’ 

আমাদেরকাগজ / এইচকে