বিনোদন ডেস্ক : কলকাতা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা দীপঙ্কর দের বড় মেয়ে বৈশালী দে মারা গেছেন। বুধবার, ৩০ আগস্ট রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫২ বছর।
মেয়ের মৃত্যুর খবর নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যমকে দীপঙ্কর দে বলেন, বড়সড় হার্ট অ্যাটাক হয়েছিল বৈশালীর। তাই আর শেষরক্ষা করা গেলো না। এর চেয়ে বেশি কথা আর বলতে পারছি না।
বেশ কিছু দিন ধরে কিডনি এবং হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন বৈশালী। এ কারণে তাকে কলকাতার বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। গতকাল রাতে সেখানেই মারা যান তিনি।
বৈশালী পেশাগতভাবে বিনোদন জগতের সঙ্গেই যুক্ত ছিলেন। অনিল কুরিয়াকোসের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বৈশালীর মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে।
দীর্ঘ ২২ বছর লিভ-ইনে থাকার পর ২০২০ সালের শুরুতে অভিনেত্রী দোলন দে-কে বিয়ে করেন দীপঙ্কর। ৭৫ বছর বয়সে বিয়ে করে দারুণ আলোচনায় উঠে আসেন এই অভিনেতা।
দীপঙ্করের স্ত্রী দোলন দে সংবাদমাধ্যমটিকে বলেন, দীপঙ্কর মানসিকভাবে ভয়ঙ্কর রকমের ভেঙে পড়েছে।
আমাদেরকাগজ / এইচকে






















