বিনোদন ৫ সেপ্টেম্বর, ২০২৩ ০৫:১০

অবশেষে এক হলেন রাহুল-প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : অবশেষে সব মান-অভিমান, ভুল বোঝাবুঝি শেষে জয় হলো ভালোবাসার। জল্পনা-কল্পনাকে দূরে সরিয়ে এবার আইনত একসঙ্গে হলেন ওপার বাংলার চর্চিত জুটি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় এবং প্রিয়াঙ্কা সরকার।

আদালতের ছবি শেয়ার করে ভক্তদের এ সুখবর দিলেন অভিনেতা নিজেই। শনিবার ফেসবুকে আদালত থেকে ছবি শেয়ার করে রাহুল লেখেন, ‘আজ প্রবল বৃষ্টি। তাই বোধ হয় ধারায় ধারায় কাটাকুটি হয়ে মিটে গেল সব। নতুন সুযোগ, আবার একসাথে।

বহু বছরের টানাপোড়েনের পর ২০২৩ থেকেই তাঁদের সম্পর্কের রসায়ন আবারও বদলাতে শুরু করে। তাঁদের ছেলে সহজ বড় হচ্ছে। আর ছেলের জন্যই নিজেদের সম্পর্ক ঠিক করে তুলেছেন। মাঝে যদিও আইনি কাঁটা ছিল। এবার সেটাও দূর হল। তাঁদের সম্পর্কের দ্বিতীয় ইনিংসে মিলল আদালতের সম্মতি।

এই বিষয়ে ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে রাহুল বলেন, ‘আমরা একসঙ্গে সংসার করছি। প্রিয়াঙ্কার আবাসনে একটা ফ্ল্যাট কিনেছি আমি। আইনি জটিলতা ছিল এতদিন। এবার সেটা মিটমাট হল। তবে আমরা একসঙ্গে অনেক ধরেই থাকছি। তবে মায়ের সঙ্গেই অধিকাংশ সময় থাকি। ওর বাড়িতে ওর বাবা-মা আছেন। তবে উইকেন্ডে আমরা একসঙ্গেই সময় কাটাই। আমরা স্বামী স্ত্রী ছিলাম, এখনও সেটাই আছি।

২০১৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই কেস চলে। কিন্তু সময় আসলে অনেক হিসাব-নিকাশ বদলে দেয়। শেষ পর্যন্ত রাহুল এবং প্রিয়াঙ্কা দুজনেই এই সমস্যা মিটমাট করে নেবেন বলেই ঠিক করে নেন।

আমাদের কাগজ / এইচকে