বিনোদন ২৯ অক্টোবর, ২০২৩ ০৫:০৮

পুলিশের উপর হামলা যা বললেন জায়েদ খান

বিনোদন ডেস্ক : গতকাল শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে বিএনপি-জামাতের মহাসমাবেশ হামলার শিকার হয়েছে পুলিশ। এদিন সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন আমিরুল ইসলাম পারভেজ নামের একজন পুলিশ কনস্টেবল। এছাড়াও আহত হয়েছেন প্রায় অর্ধশতাধিক পুলিশ সদস্য। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশের উপর হামলার একাধিক ছবি ও ভিডিও ছড়িয়েছে। যা দেখে আতঁকে উঠেছেন সাধারণ মানুষ। অনেকেই পুলিশ সদস্যের হত্যার প্রতিবাদ জানিয়েছেন, বিচার দাবি করেছেন। 

তাদেরই একজন অভিনেতা জায়েদ খান। নিজের ফেসবুকে হামলার শিকার এক পুলিশের রাস্তায় পড়ে থাকার ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, এই ছবিটা যতবার দেখি ততবার বুকের ভেতরটা কেঁদে ওঠে। এমন নৃশংসতার তীব্র প্রতিবাদ জানাই।

শুধু জায়েদই নন, ঢাকাই সিনেমার অনেক তারকাই পুলিশের উপর নৃশংস এই হামলার প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, দোষীদের দ্রুত বিচারের ব্যবস্থা করা হোক। 

রাজধানীর ফকিরাপুল চার রাস্তার মোড়ে বিএনপির সঙ্গে সংঘর্ষের সময় ডিউটিতে থাকা অবস্থায় পিটুনিতে মারা যান পুলিশ সদস্য আমিরুল ইসলাম। নিহত পুলিশ সদস্যের গ্রামের বাড়ি মানিকগঞ্জের দৌলতপুরে। তার বাবার নাম সেকান্দার আলী।

আমাদেরকাগজ / এইচেক