বিনোদন ২২ নভেম্বর, ২০২৩ ০৯:৫৯

বলিউডে আসতে পারে নতুন বিচ্ছেদের ডাক!

আমাদের কাগজ ডেস্ক: দিন যতই যাচ্ছে সম্পর্কের তিক্ততা যেন বাড়ছে ঐশ্বরিয়া-অভিষেকের। সুখের সংসারে দুঃখের আগুন। বচ্চন পরিবার ত্যাগ করেছেন ঐশ্বরিয়া। একমাত্র ময়েেকে নিয়ে উঠেছে বাবার বাড়িতে। এমনটাই উঠে এসেছে ভারতীয় গণমাধ্যম গুলোতে। 

যদিও এ নিয়ে অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া কেউই মুখ খোলেননি। 

জানা গেছে, তার এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়াটা একেবারেই স্বাভাবিক ঘটনা নয়। কানাঘুষা চলছে, শাশুড়ি জয়া বচ্চন ও ননদ শ্বেতা নন্দার সঙ্গে কথা কাটাকাটির জেরেই নাকি বাড়ি ছাড়া হয়েছেন তিনি।

নতুন খবর হলো, বেশ কয়েকদিন ধরেই বাপের বাড়িতে রয়েছেন ঐশ্বরিয়া। মেয়ে আরাধ্যাকে নিয়ে সময় কাটাচ্ছেন মায়ের সঙ্গে। হুট করে কেন বাবার বাড়িতে গিয়েছেন— তাও কিন্তু খোলাসা করেননি ঐশ্বরিয়া। আপাতত নাকি বেশ কয়েকদিন মায়ের কাছেই থাকবেন তিনি।

অন্যদিকে, নাতনি আরাধ্যার জন্মদিনে শুভেচ্ছা জানাননি অমিতাভ। আবার বিগ-বির জন্মদিনে জয়া বচ্চনকে ক্রপ করে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করতে দেখা গেছে ঐশ্বর্যকে। উল্টা দিকে আবার ঐশ্বর্যর জন্মদিনে অভিষেকের কাছ থেকে তেমন কোনো শুভেচ্ছা পাননি ঐশ্বর্য।

২০০৭ সালে অভিষেক বচন আর ঐশ্বরিয়া বিয়ে করেন।

আমাদেরকাগজ/এমটি