বিনোদন ২৩ নভেম্বর, ২০২৩ ১২:১৭

নারী সাংবাদিককে জড়িয়ে ধরে সালমানের চুমু, নেটদুনিয়ায় ভাইরাল

আমাদের কাগজ ডেস্ক: অভিনয় পর্দায় গুডবয় খ্যাত বলিউড তারকা সালমান। ক্যারিয়ারে খুব বেশি নায়িকার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়নি তাকে। পর্দায় নেই কোন চুম্বনের দৃশ্য। তিন দশকের ক্যারিয়ারে নিজেকে ধরে রেখেছেন এই ভাইজান। তবে হঠাৎ কি হলো ভাইজানের।

আজকাল নিজেকে বদলে ফেলছেন! যাকে পাচ্ছেন চুমু খাচ্ছেন। তাও আবার বাস্তবে, সবার সামনে। 

এই তো কয়েকদিন আগে ‘টাইগার-থ্রি’র সাকসেস পার্টিতে ভরা মজলিসে ইমরান হাশমিকে চুমু দিলেন। এবার এক নারী সাংবাদিককে চুমু দিয়ে আলোচনায় সালমান। আর এমন বিরল দৃশ্য ক্যামেরাবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ফটোগ্রাফাররা।

ভাইজানের এমন কীর্তি দেখে তার বান্ধবী রসিকতা করেই বললেন, ‘নাটক করিস না তো!’

এই ভিডিও আপাতত নেটপাড়ায় ভাইরাল। যা দেখে ভক্তরা হতবাক! লাজুক ভাইজানের এ কেমন অবতার—প্রশ্ন ভক্তদের।

গোয়াতে আন্তর্জাতিক ভারতীয় চলচ্চিত্র উৎসবে যোগ দিয়েছিলেন সালমান খান। তার প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারেই তৈরি ‘ফারে’ ছবির গোটা টিমের সঙ্গে ছবি তোলার পর রেড কার্পেটে পা রাখতেই পুরোনো সাংবাদিক বন্ধুকে খুঁজে পেলেন সেখানে। নিরাপত্তা বলয় ভেঙেই সেই নারী সাংবাদিককে জড়িয়ে ধরে চুম্বন করলেন।

উল্লেখ্য, পর্দায় চুম্বন দৃশ্যে অভিনয় করতে পছন্দ করেন না সালমান খান। 


আমাদেরকাগজ/এমটি