বিনোদন ৭ নভেম্বর, ২০১৯ ১১:৫৬

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৮’ পেলেন যারা

বিনোদন ডেস্ক ।। 

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৮’ ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) তথ্য মন্ত্রণালয় ২০১৭ ও ২০১৮ সালের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে। এবার শাকিব খান পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেলেন। ২০১৭ সালের সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন শাকিব খান। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত ‘সত্তা’ সিনেমায় অভিনয়েরে জন্য এই সম্মাননা পেয়েছেন তিনি। একই সঙ্গে আরিফিন শুভও পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। তার অভিনীত ‘ঢাকা অ্যাটাক’ ২০১৭ সালের সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এর মাধ্যমে প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতলেন শুভ।

২০১৮ সালে ‘পুত্র’ সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ফেরদৌস। তিনিও পঞ্চমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘরে তুললেন। ফেরদৌসের পাশাপাশি যৌথভাবে সেরা অভিনেতা হয়েছেন চিত্রনায়ক সাইমন সাদিক। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় অভিনয় নৈপুণ্য দেখিয়ে জুরি বোর্ডের সদস্যদের মন জয় করেছেন তিনি। সেইসঙ্গে ক্যারিয়ারে প্রথমবারের মতো রাষ্ট্রীয় এই স্বীকৃতি পেলেন সাইমন।


২০১৭ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা:-

আজীবন সম্মাননা: এটিএম শামসুজ্জামান ও সালমা বেগম সুজাতা।

শ্রেষ্ঠ চলচ্চিত্র: ঢাকা অ্যাটাক।

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: বদরুল আনাম সৌদ (গহীন বালুচর)

শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্রে) : শাকিব খান (সত্তা), আরিফিন শুভ (ঢাকা অ্যাটাক)

শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্রে): নুসরাত ইমরোজ তিশা (হালদা)

শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে) : শাহাদাৎ হোসেন (গহীন বালুচর)

শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): সুবর্ণা মোস্তাফা (গহীন বালুচর), রুনা খান (হালদা)

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী খল চরিত্রে : জাহিদ হাসান (হালদা)

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী কৌতুক চরিত্রে : এম. ফজলুর রহমান (গহীন বালুচর)

২০১৮ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্তদের তালিকা:

শ্রেষ্ঠ চলচ্চিত্র: পুত্র

আজীবন সম্মাননা: এম এ আলমগীর (বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক) এবং প্রবীর মিত্র (বিশিষ্ট চলচ্চিত্র অভিনেতা)

শ্রেষ্ঠ অভিনেতা (প্রধান চরিত্রে): ফেরদৌস (পুত্র) এবং সাইমন সাদিক (জান্নাত)

শ্রেষ্ঠ অভিনেত্রী (প্রধান চরিত্রে): জয়া আহসান (দেবী)

শ্রেষ্ঠ অভিনেতা (পার্শ্ব চরিত্রে): আলী রাজ (জান্নাত)

শ্রেষ্ঠ অভিনেত্রী (পার্শ্ব চরিত্রে): সুচরিতা (মেঘকন্যা)

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী (খল চরিত্র): সাদেক বাচ্চু (একটি সিনেমার গল্প)

শ্রেষ্ঠ অভিনেতা/অভিনেত্রী (কৌতুক চরিত্র): মোশাররফ করিম (কমলা রকেট) এবং আফজাল শরিফ (পবিত্র ভালোবাসা)

শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালক: মোস্তাফিজুর রহমান মানিক (জান্নাত)