বিনোদন ডেস্ক।।
লাক্সতারকা ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের জন্মদিন আজ ১০ নভেম্বর। বরাবরের মতো এবারের জন্মদিনটি পরিবারের সঙ্গে পালন করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রী। এছাড়া দুপুর ১২টা ৩০ মিনিটে অনন্যা রুমার প্রযোজনায় চ্যানেল আইতে ‘তারকা কথন’ সরাসরি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।
জন্মদিনে মিম বলেন, ‘প্রতি বছরই আমার জন্মদিনের শুভ প্রহর শুরু হয় বাবা, মা আর আমার আদরের ছোট বোন মমির কেক কাটার মধ্য দিয়ে। সেইসঙ্গে আমার প্রিয় কিছু মানুষ আছে, যারা আমাকে দেশ-বিদেশ থেকে ফোন দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। ফেসবুকেও অনেকেই উইশ করছেন। ’






















