বিনোদন ডেস্ক
বউ-শাশুড়ির দ্বন্দ্ব নিয়ে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘পাপনামা’। ছবিটির পরিচালক হিসেবে আছেন রুবেল আনুশ।
ছবির পরিচালক রুবেল আনুশ বলেন, বউ-শাশুড়ির দ্বন্দ্ব নিয়ে নির্মিত হচ্ছে ‘পাপনামা’। সাধারণত সিনেমায় কাউকে না কাউকে খারাপভাবে উপস্থাপন করা হয়। কিন্তু এই সিনেমায় তা করিনি। বউ-শাশুড়ির দ্বন্দ্ব বা দূরত্ব কেন হয় তা এতে দেখানো হয়েছে। এখানে একটি সুন্দর বার্তাও দেয়া হয়েছে।
ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মনিরা মিঠু। এছাড়া অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন সানজিদা তন্বী, দীপংকর দীপক, জুয়েল সালমান, শিমুল খান, সোহেল খান প্রমুখ। একটি বিশেষ চরিত্রে ফজলুর রহমান বাবুরও অভিনয় করার কথা রয়েছে।
জানা গেছে, আসছে জানুয়ারি মাসেই ছবিটি মুক্তি পাবে।






















