বিনোদন ডেস্ক
নিজের দ্বিতীয় গান নিয়ে হাজির হয়েছেন ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া। ‘আমি চাই থাকতে’ গানটি আজ (বুধবার) বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় উনুক্ত করা হয়। ভারতের এসভিএফ-এর ব্যানারে ইউটিউব চ্যানেলসহ আন্তর্জাতিক বেশ ক’টি ওটিটি প্ল্যাটফর্মে গানচিত্রটি দেখা যাচ্ছে।
নুসরাতের জন্য তৈরি করেছেন কানাডার জনপ্রিয় র্যাপার-কম্পোজার মাস্টার ডি। দুইজনই গানের ভিডিওতেও রয়েছেন। ফারিয়ার ঝলমলে উপস্থিতি, গেটআপ ও কণ্ঠ- মুগ্ধ করছে নেটিজেনদের।
গানটি প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এবারের গানটি বেশ আলাদা। অনেক দিন ধরেই আমার ইচ্ছে ছিল মাস্টার ডি’র সঙ্গে কাজ করার। কাইনেটিক মিউজিকের সহযোগিতায় সেটি সম্ভব হলো। গানটি প্রযোজনা ও পরিবেশনা করেছে এসভিএফ। বিদেশের বড় প্রতিষ্ঠান ও ব্যক্তি এই প্রজেক্টের সঙ্গে জড়িয়ে আছে। আমি উদগ্রীব হয়ে আছি দর্শ-শ্রোতাদের মন্তব্যের জন্য।’
উল্লেখ্য, এর আগে ২০১৮ সালে প্রকাশ পেয়েছিল নুসরাত ফারিয়ার প্রথম গান ‘পটাকা’। যা নিয়ে উঠেছিল তুমুল সমালোচনার ঝড়।






















