খেলাধুলা ২৮ নভেম্বর, ২০২৪ ০১:২২

বদলে গেল বঙ্গবন্ধু-বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের নাম

জ্যেষ্ঠ প্রতিবেদক
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের নাম বদলে গেছে। এ প্রতিযোগিতার নতুন নাম রাখা হয়েছে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)।

গত মঙ্গলবার (২৬ নভেম্বর) এ দুই টুর্নামেন্টের নাম বদলের সিদ্ধান্তের কথা মাঠপর্যায়ের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। 

ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকার পতনের পর বিভিন্ন ক্ষেত্র সংস্কারের অংশ হিসেবে এ টুর্নামেন্ট দুটির নামে পরিবর্তন আনা হয়েছে বলে জানানো হয়।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরর পরিচালক (প্রশাসন) শাহীনুর শাহীন খান বলেন, গত ৭ নভেম্বর ওই দুই টুর্নামেন্টের নাম পরিবর্তনের জন্য অধিদপ্তরকে জানায় মন্ত্রণালয়। সে বিষয়ে ব্যবস্থা নিতে মঙ্গলবার মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চিঠি দেয়া হয়েছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে আমরা সব জেলা কর্মকর্তাদের এই দুটি টুর্নামেন্টের নাম বদল করার নির্দেশ দিয়েছি। নতুন নাম হবে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)।

দুজন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলেন, শিক্ষা অধিদপ্তর থেকে পাঠানো চিঠি আমরা পেয়েছি। চিঠি পাওয়া মাত্রই আমি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে পাঠিয়ে দিয়েছি।

২০১০ সালে থেকে প্রতিবছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং ২০১১ সালে থেকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজন করে আসছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। মাঝে করোনা মহামারির জন্য ২০২০ ও ২০২১ সালে এ প্রতিযোগিতার আয়োজন হয়নি।

চলতি বছর ৬৫ হাজার ৫৬৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ১৭ লাখ শিক্ষার্থী এ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। চলতি বছরের এপ্রিলে প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।