জ্যেষ্ঠ প্রতিবেদক
চলছে জনমত জরিপ ‘কেমন পুলিশ চাই’। এরই মধ্যে পুলিশ সংস্কার কমিশন জনগণের মতামত চেয়েছে। ১৫ নভেম্বরের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে মতামত দিতে পারবে যেকোনো নাগরিক।
ওয়েবসাইটে বলা হয়, সাম্প্রতিককালে দেশে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনকে প্রতিহত করতে কিছু সংখ্যক পুলিশ সদস্যের সহিংস ভূমিকা নিয়ে বাংলাদেশসহ বিশ্বজুড়ে সমালোচনার প্রেক্ষিতে ‘পুলিশ সংস্কার’ এখন সময়ের দাবি। সে লক্ষ্যে অন্তবর্তী সরকার কর্তৃক গঠিত ‘পুলিশ সংস্কার কমিশন’ আপনার মূল্যবান মতামত জানতে চায়।
প্রস্তুতকৃত প্রশ্নমালাটি পূরণ করে আপনার মূল্যবান মতামত আগামী ১৫ নভেম্বর, ২০২৪ তারিখের মধ্যে প্রদান করুণ। আপনার মতামত গোপন রাখা হবে। শুধুমাত্র সংস্কার কাজে তথ্য সহায়তায় এটি ব্যবহৃত হবে। প্রশ্নমালাটি ভালভাবে পড়ুন এবং পরে উত্তর দিন। আপনার মতামত আমাদের জন্য গুরুত্বপূর্ণ।