অর্থ ও বাণিজ্য ১ এপ্রিল, ২০২৩ ০৪:৫১

আবারও বাড়লো স্বর্ণের দাম 

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। সব থেকে ভালো মানের সোনার দাম ভরিতে ২ হাজার ৭২৮ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

এতে ভালো মানের প্রতি ভরি সোনার দাম হচ্ছে ৯৯ হাজার ১৪৪ টাকা।

আগামীকাল রোববার (২ এপ্রিল) থেকে সোনার এই নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

উল্লেখ্য, এর আগে দুই দফা দাম কমানোর পর আবারও বাড়ানো হয়েছিল স্বর্ণের দাম। তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গিয়েছিল। 

আমাদের কাগজ/এমটি