শিক্ষা ১ সেপ্টেম্বর, ২০১৯ ০২:৫১

প্রধানমন্ত্রীর কাছে অত্যাধুনিক শেখ কামাল হলের দাবি জানালেন ডাকসু এজিএস সাদ্দাম

ডেস্ক রিপোর্ট ।। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অত্যাধুনিক শেখ কামাল আবাসিক হলে শিক্ষার্থীরা আবাসন সংকট থেকে অনেকটাই মুক্তি পাবেন। তাই অত্যাধুনিক শেখ কামাল হল ও বঙ্গবন্ধুর ৬ দফাকে সংবিধানের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন ডাকসু এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন।

গণভবনে শনিবার (৩১ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ দাবি জানান। এসময় প্রধানমন্ত্রী মঞ্চে উপস্থিত ছিলেন। আলোচনা সভায় ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

ছাত্রলীগের ইতিহাস প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দেশের প্রতিটি সংগ্রামে ছাত্রলীগের সম্পৃক্ততা রয়েছে। প্রতিটি ইতিহাসে ছাত্রলীগের নাম রয়েছে। আন্দোলন-সংগ্রামে অনেক ছাত্রলীগ নেতা আত্মাহুতি দিয়েছেন।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এটি শিক্ষার্থীদের অনেকদিনের দাবী। তার এ বক্তব্যে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।