নিজস্ব প্রতিবেদক
কুমিল্লা ধর্মসাগর পাড় জামতলায় গত শনিবার বেলা ১১ টায় পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর আয়োজনে "বই প্রদর্শনী মেলা ও সাহিত্য জলসা" নামে এক উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা সদর আসনের সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোঃ ইমাম হোসাইন এর মা বিলাতের নেসা (৬৭) কে উত্তরীয় পরিয়ে রত্নগর্ভা সম্মাননায় ভূষিত করেন।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কুমিল্লার মাটিতে বহু গুণীজন জন্ম নিয়েছেন। বাবু ধীরেন্দ্রনাথের এই কুমিল্লা, এখানে কাজী নজরুল ইসলাম তার বহু কবিতার উন্মেষ ঘটিয়েছেন।
তিনি আরো বলেন, পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর হেড অফিস কুমিল্লায়। এটি বড় আনন্দের বিষয়। আমি এর বড় যাত্রা টি ২০১৬ সালে করে দিয়েছিলাম। তাদের প্রস্তাব অনুযায়ী আমি পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর জন্য এতটি নান্দনিক ভবন করে দেব যেন সকল বেসরকারি গণগ্রন্থাগার এর গুলো তাদের কার্যক্রম চালাতে পারে।
সংগঠনের উপদেষ্টা কুমিল্লার বিশিষ্ট নাট্যজন ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোঃ শাহজাহান চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ এর সাবেক এআইজি ও পাঠাগার আন্দোলন এর ট্রাস্টি মালিক খসরু পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, বিপিএম (বার), অধ্যাপক ড. মোঃ আলী হোসেন চৌধুরী, বাংলা একাডেমির কর্মকর্তা ও গবেষক মামুন সিদ্দিকী, বইমেলার সদস্য সচিব ও পাঠাগার আন্দোলন বাংলাদেশ এর প্রধান নির্বাহী শাকিলা সরকার, কিংবদন্তী মুক্তিযোদ্ধা ঢাকা বিষয়ে গবেষক হাশেম সুফী, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা আবুল হাসনাত বাবুল, লালমাই কলেজের সাবেক অধ্যক্ষ শফিকুল ইসলাম, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান পিয়াস, সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক খোরশেদ আলম, সংগঠনের উপদেষ্টা নারীনেত্রী জাহানারা বেগম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নূর মোহাম্মদ রাজু, জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর মহাসচিব ভারপ্রাপ্ত মোঃ বাহার উদ্দিন, কুমিল্লা প্রেসক্লাবের ট্রেজারার সাংবাদিক দেলোয়ার হোসেন জাকির, জাতীয় যুব সংসদ বাংলাদেশ এর প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী নাজমুল হাসান, পাঠাগার আন্দোলন এর সদস্য ইমরান হাসান, আনিসুর রহমান আকন্দ, কুমিল্লা জেলা বেসরকারি গণগ্রন্থাগার পরিষদ এর সভাপতি আহসান উল্লাহ, সাংবাদিক রুহুল আমীন, ক্যান্টনমেন্ট গার্লস স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নুরুল ইসলাম, অধ্যক্ষ মুজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা হায়াতুন্নবী মজুমদার, বীর বিক্রম আব্দুল মালেক স্মৃতি পাঠাগার এর সভাপতি শরিফুজ্জামান সরকার, মজুমদার পাবলিক লাইব্রেরির সভাপতি মহিউদ্দিন মজুমদার, নজরুল ইন্সটিটিউট এর লাইব্রিয়ান প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে কুমিল্লা বিশ্ববিদ্যালয় থিয়েটার নাটিকা মঞ্চস্থ করেন এবং কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ থিয়েটারের দলীয় সঙ্গীত ও একক নৃত্য মঞ্চস্থ হয় এবং ক্ষুদে পাঠক অর্পিতা সরকার নৃত্য মঞ্চস্থ করেন।