আমাদের কাগজ ডেস্ক: এটি নতুন নয়। প্রতিবার বলা হয় বোর্ড পরীক্ষার আগে দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। এবারও তার উল্টো নয়। তবে সোমবার (৮ মে) রাতে সোনাইমুড়ী উপজেলার কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশে ‘আইডিয়াল স্টুডেন্ট কেয়ার হোম’ নামক কোচিং সেন্টারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
অভিযুক্ত শিক্ষকরা হলেন, কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো. তুহিন, কম্পিউটারের শিক্ষক ওয়াছিউর রহমান, ইংরেজি বিষয়ের শিক্ষক মো. হেলাল উদ্দিন ও গণিত বিষয়ের সহকারী শিক্ষক মো. জহির উদ্দিন।
জানা যায়, পরীক্ষা চলাকালীন কোনো কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না মর্মে সরকারি নির্দেশনা থাকলেও আইডিয়াল স্টুডেন্ট কেয়ার হোম নামের একটি কোচিং সেন্টারে কয়েকজন শিক্ষক কোচিং নিচ্ছেন বলে সংবাদ পান উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন ও সহকারী কমিশনার (ভূমি) মো. শাহিন মিয়া।
এদিকে কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের চার শিক্ষককে পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার পরিচালনা করায় এসএসসি পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া কোচিং সেন্টারটিকে সিলগালা করে দেওয়া হয়।
কর্মকর্তা মো. ইসমাইল হোসেন জানান, যাদের বিরুদ্ধে অভিযোগ পাচ্ছি, তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।
প্রসঙ্গত,এর আগে নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় এসএসসি পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের কোচিং করানোয় একটি কোচিং সেন্টারকে সিলগালা করেছেন স্থানীয় প্রশাসন।
এ সময় কোচিং করানোর দায়ে চার শিক্ষককে পরীক্ষার সকল দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল ।মঙ্গলবার (৯ মে) উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
আমাদের কাগজ/এমটি