আশেক আহমেদ ।।
ডাকসু এজিএস ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন স্পাইনে সমস্যা নিয়ে গত একমাস থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে ভর্তি আছেন। গতকাল শুক্রবার (২৫ অক্টোবর) ছাত্রলীগের সার্বিক দেখভাল করার দায়িত্বে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ও সাংগঠনিক সম্পাদক বিএম মোজ্জামেল ও বাহাউদ্দীন নাসিম তাকে দেখতে ঢামেকে যান।
হাসপাতালে গিয়ে তারা জানান, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খোঁজ খবর নিচ্ছেন। তিনি সাদ্দামের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা মেডিকেল টিম গঠন করে দিয়েছেন।
প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে সাদ্দামের উন্নত চিকিৎসার তাকে ভারতের চেন্নাইয়ে পাঠানো হবে। এরই মধ্যে দেশবরেণ্য চিকিৎসক দ্বারা গঠিত মেডিকেল টিম তার সকল প্রকার রিপোর্ট চেন্নাইয়ের একটি হাসপাতালে পাঠিয়েছে বলে জানান তারা।
জাহাঙ্গীর কবীর নানক বলেন, সাদ্দামের চিকিৎসার সকল খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। তার চিকিৎসা সংক্রান্ত সকল বিষয়ে প্রধানমন্ত্রী অবগত আছেন।
সাদ্দাম হোসেনকে আগামী তিন থেকে চার দিনের মধ্যে উন্নত চিকিৎসার জন্য ভারতের চেন্নাইয়ে পাঠানো বলে বলে জানান তিনি।
সাদ্দামের চিকিৎসকরা জানান, তার স্পাইনের সমস্যার জন্য দ্রুত সার্জারির প্রয়োজন। আমরা তার রিপোর্ট পর্যালোচনা করছি আর প্রধানমন্ত্রীর নির্দেশে চেন্নাইয়ের একটি হাসপাতালে তার সকল রিপোর্টের কপি পাঠানো হয়েছে। তারাও জানিয়েছে তার দ্রুত সার্জারির প্রয়োজন। তাই আমরা কিছুদিনের মধ্যে সাদ্দামকে চেন্নাইয়ে পাঠানোর ব্যবস্থা নিয়েছে।
আরও পড়ুন: অসুস্থ সাদ্দামের পাশে ঢাবির পথশিশুরা
প্রসঙ্গত, সম্প্রতি বুয়েটসহ একাধিক ছাত্র আন্দোলনে সাদ্দাম অসুস্থ থেকেও ছাত্রলীগের সাথে উপস্থিত ছিলেন। যদিও চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন।
প্রায় এক মাস আগে ঢাবির টিএসসিতে ফুটবল খেলতে গিয়ে তিনি স্পাইনে আঘাত পান। এছাড়া চার বছর আগে ঠিক একই জায়গায় তার একটি অপারেশন হয়। চিকিৎসকরা জানিয়েছেন, দ্বিতীয় বার একই জায়গায় তার এই অপারেশন বেশ ঝুঁকিপূর্ণ হতে পারে। ঝুঁকির কথা বিবেচনা করে দেশের বাইরে অপারেশন করার জন্য তাকে পরামর্শ দেন বিশেষজ্ঞ চিকিৎসরা।
নিজের সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ডাকসু এজিএস সাদ্দাম হোসেন।