শিক্ষা ২ নভেম্বর, ২০১৯ ১১:৩৩

প্রশ্নফাঁসের চেষ্টা হলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর

ডেস্ক রিপোর্ট।। 

প্রশ্নফাঁসের গুজব ছড়ানোর মাধ্যমে টাকা হাতিয়ে নেয়ার বিষয়ে সতর্ক রয়েছে, গোয়েন্দো সদস্যরা। আজ শনিবার (২ নভেম্বর) সকালে, জেএসসি পরীক্ষার একটি স্কুল পরিদর্শনে গিয়ে একথা জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি।

 এবছর দুই পরীক্ষায় অংশ নিচ্ছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ছাত্রের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ২ লাখ ১৮ হাজার ২৯২ জন।

সূচি অনুযায়ি ২ নভেম্বর থেকে জেএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়ে শেষ হবে ১১ নভেম্বর। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশ করতে হবে।

এছাড়া প্রতিবন্ধীদের জন্য ২০ মিনিট আগে কেন্দ্রে প্রবেশের নির্দেশনা রয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় থেকে জানা যায়, আগামী বছর থেকে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলের সর্বোচ্চ সূচক জিপিএ-৫–এর পরিবর্তে জিপিএ-৪ হবে। এ লক্ষ্যে কাজ শুরু করেছে শিক্ষা মন্ত্রণালয়।