শিক্ষা ৬ নভেম্বর, ২০১৯ ০৮:২২

জাবিতে সকাল ৯টায় বিক্ষোভ ১০টায় সংহতি সমাবেশ

ডেস্ক রিপোর্ট।। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বুধবার সকালে বিক্ষোভ মিছিল ও সংহতি সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নতুন এ কর্মসূচি ঘোষণা দিয়ে উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে যান তারা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী আন্দোলনকারীরা বুধবার সকাল ৯টায় মুরাদ চত্বর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করবেন। এরপর সকাল ১০টায় শহীদ মিনার প্রাঙ্গণে করবেন সংহতি সমাবেশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।

এরআগে, মঙ্গলবার সকালে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেয় আন্দোলনকারীরা। অন্যদিকে উপাচার্যের অনুসারী শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরাও সেখানে অবস্থান নেয়। উপাচার্যের পক্ষে-বিপক্ষের দুই গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতি হয়। এতে আহত হন শিক্ষকসহ বেশ কয়েকজন। 

এ ঘটনার প্রতিবাদে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ ৪ জন পদত্যাগ করেছেন। তবে আন্দোলনরত শিক্ষক ও শিক্ষার্থীরা উপাচার্য ফারজানার অপসারণের এক দফা দাবি আদায়ে অনড় থাকেন। এক পর্যায়ে রাত পৌনে ১০টার দিকে ছাত্রীরাও হলের তালা ভেঙে বাইরে বেরিয়ে বিক্ষোভ সমাবেশে যোগ দেন।