শিক্ষা ১১ নভেম্বর, ২০১৯ ০৪:২২

এমবিবিএস ভর্তিতে ঘুষ নিচ্ছে মেডিকেল কলেজ; বাদ পড়ছে মেধাবীরা

ডেস্ক রিপোর্ট।। 

এমবিবিএস ভর্তি পরীক্ষায় গতবারের চেয়ে এবার দ্বিগুণ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আর এর সুযোগ নিচ্ছে কিছু মেডিকেল কলেজ। মেধা তালিকায় পেছনে থাকা শিক্ষার্থীদের কাছ থেকে ঘুষ নিয়ে ভর্তির বুকিং নিচ্ছে তারা। এতে বাদ পড়ছেন মেধাবীরা।

২০১৮ সালের এমবিবিএস ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয় ২৪ হাজার ৯৬৮ শিক্ষার্থী। এবার সেই সংখ্যা ৪৯ হাজার। আসন দশ হাজার হওয়ায় মেধা তালিকার পেছনে থাকা অনেক শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন না।

রাজধানীর আসাদগেটে কেয়ার মেডিকেল কলেজ। মেধাক্রম ৪৭ হাজার এমন এক শিক্ষার্থীর অভিভাবক সেজে কলেজে গেলে বলা হয় ভর্তি অসম্ভব। তবে তিন লাখ টাকা ডোনেশন অর্থাৎ ঘুষ দিলেই ভর্তি সম্ভব।

তবে মিরপুরের মার্কস মেডিকেলে ঘুষের অংকটা একটু কম। কলেজের সেক্রেটারী জানান, সরকারি ফি আঠারো লাখ টাকার বাইরে অতিরিক্ত টাকা দিলেই ভর্তির ব্যবস্থা হবে।

মনির উদ্দীন বলেন, ভর্তি শুরু না হলেও এরিমধ্যে নাকি বেশির ভাগ আসনই পূর্ণ হয়ে গেছে। দেরি করলে ঘুষের অংক দাঁড়াবে ১০ থেকে ১৫ লাখে।

বেসরকারি মেডিকেলে ভর্তি শুরুই হয়নি এখনো। তারপরও মেধা তালিকার পেছনে থাকা শিক্ষার্থীদের কাছ থেকে ঘুষ নিয়ে আগেভাগেই ভর্তির বুকিং নিচ্ছে অনেক কলেজ।

এতে বাদ পড়ছেন মেধাবীরা আর ঘুষ দিয়ে ভর্তির সুযোগ পাচ্ছেন কম নম্বর পেয়ে উত্তীর্ণ শিক্ষার্থী।

মেধাক্রম না মেনে এবং বাড়তি টাকায় ভর্তির অভিযোগ পেলে ব্যবস্থার নেয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

বেসরকারি মেডিকেলে ভর্তির আবেদন নেয়া হবে ১৩ থেকে ২৫ নভেম্বর পর্যন্ত। এক থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত চলবে ভর্তি। আর ক্লাস শুরু ২০২০ সালের ১০ জানুয়ারি।