সোশ্যাল মিডিয়া ১৭ অক্টোবর, ২০১৯ ০৯:১৫

উদ্বোধনের দ্বিতীয় দিনে ক্ষতবিক্ষত 'কুড়িগ্রাম এক্সপ্রেস'

ডেস্ক রিপোর্ট ।। 

বুধবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টায়  গণ ভবন থেকে  ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুড়িগ্রাম রেল স্টেশনে রেল পথ মন্ত্রী নুরুল ইসলাম সুজনের সাথে  কথা বলে  সবুজ পতাকা নেড়ে এবং বাঁশিতে হুইসেল দিয়ে আনুষ্ঠানিকভাবে নতুন এ ট্রেনের উদ্বোধন ঘোষনা করেন। এসময় কুড়িগ্রাম প্রান্তে উপস্থিত হাজার হাজার জনতা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে।

কিন্তু উদ্বোধনের একদিন পরের চুরি হয়েছে কুড়িগ্রাম এক্সপ্রেসের বাথরুমের ঝুড়ি হ্যান্ড ওয়াশ ও ফ্যানের স্যুইচ। ব্লেড দিয়ে কেটে ফেলেছে সিট। এ নিয়ে এক ব্যক্তি তার ফেসবুকে একটি স্ট্যাটাস শেয়ার করেন। আমাদের কাগজের পাঠকদের সুবিধার জন্য তার স্ট্যাটাসটি নিচে হুবহু তুলে ধরা হল-

"গতকালই ঢাকা কুড়িগ্রাম সরাসরি ট্রেনটা উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী। রেল যোগাযোগ উন্নত করতে সরকার একের পর এক বড় বড় পদক্ষেপ নিচ্ছে। অথচ আমরাই সেই জাতি(কুকুর) যাদের পেটে ঘি পড়ার সাথে সাথেই বমি করে দেই। নতুন চকচকে ট্রেনটার সিট গুলো ব্লেড দিয়ে কেটেছে, বাথরুমের কল ভেঙে নিয়ে গেছে, বাথরুমের ঝুড়ি হ্যান্ড ওয়াশ চুরি করে নিয়ে গেছে, চুরি করে নিয়ে গেছে ফ্যানের স্যুইচ!! মাত্র একদিনে ভাবতে পারেন মাত্র একদিনে!! আবার এই জাতিই যখন দেশের উন্নয়ন, আর দেশ বদলানোর ম্যা ম্যা প্রতিবাদ করে, গণতন্ত্র, বাক স্বাধীনতা, দেশ বিক্রি হয়ে যাওয়ার কথা বলে তখন একটা কথাই বলতে চাই এদের শুধুমাত্র ৩ বেলা কোনো রকম খাওয়া, মাথার উপর ছাদ আর পড়নে লুঙ্গি গামছা দেয়া পর্যন্তই দেয়া উচিৎ এই বর্বর বাঙ্গালিকে!!

এই দেশের জন্য কিছুই করা উচিৎ না।"