আইন ও আদালত ২ নভেম্বর, ২০২২ ০২:৩৪

রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যা

আদালতে স্বাক্ষীকে গলা কেটে হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যা মামলায় আদালতে সাক্ষ্য গ্রহণের সময় সাক্ষীকে গলা কেটে হত্যার হুমকি দিয়েছেন এক আসামি। মঙ্গলবার (১ নভেম্বর) দুপুরে কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আব্দুল্লাহ আল মামুনের আদালতে এ ঘটনা ঘটে। বিষয়টি আমলে নিয়ে আসামি ও তার আইনজীবীকে সতর্ক করেছেন আদালত।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) ফরিদুল আলম জানান, হামিদ মাঝি ও নূরে আলম নামে দু'জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। নূরে আলম যখন সাক্ষ্য দিতে প্রস্তুতি নিচ্ছেন তখন এক আসামি তাকে গলা কেটে হত্যার হুমকি দেন। আইনি জটিলতার কারণে আসামির নাম প্রকাশ করা যাচ্ছে না।

অভিযোগপত্রে ৩৮ জনের নাম ও ঠিকানা সাক্ষীর তালিকায় রয়েছে। আদালত শুনানি শেষে ১১ সেপ্টেম্বর ২৯ জন আসামির বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন করেন। ওইদিন আদালত সাক্ষ্য-গ্রহণের জন্য ১১ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য ছিল।

এ নিয়ে গত দু’দিনে এই মামলায় তিন সাক্ষী আদালতে সাক্ষ্য দিলেন। এর আগে সোমবার মামলার বাদী ও এক নম্বর সাক্ষী নিহত মুহিবুল্লাহর ছোট ভাই হাবিবউল্লাহ সাক্ষ্য দিয়েছিলেন।


আমাদের কাগজ/ ই আ