আইন ও আদালত ১২ জানুয়ারি, ২০২৩ ০৯:৩৪

ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়া সেই বিএনপি নেতা জামিনে মুক্ত

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হাতকড়া আর ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজার নামাজ পড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আজম জামিনে মুক্তি পেয়েছেন।গত কয়েকদিন আগে হ্যান্ডকাফ ও ডান্ডাবেড়ি নিয়ে মায়ের জানাজা পড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে আলী আজমের আইনজীবী মো. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (১১ জানুয়ারি) জামিনে মুক্ত হন তিনি।

আলী আজমের আইনজীবী মো. আনিসুর রহমান জানান, গাজীপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক নাজমুন নাহারের কাছে জামিনের আবেদন করা হলে মঞ্জুর করেন। জামিনের কাগজ কারাগারে পাঠানো হলে, তা যাচাই-বাছাই শেষে বুধবার  (১১ জানুয়ারি) সন্ধ্যায় তাকে মুক্তি দেওয়া হয়।

আওয়ামী লীগ কার্যালয়ে হামলা,ভাঙচুরের অভিযোগে করা একটি মামলায় এক মাস নয় দিন কারাভোগের পর মুক্ত হলেন তিনি।

আলী আজম উপজেলার বোয়ালী গ্রামের উম্মত আলী ছেলে এবং বোয়ালী ইউনিয়ন বিএনপির সভাপতি। গত ২ ডিসেম্বর পুলিশ তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়। কারাগারে থাকা অবস্থায় ১৮ ডিসেম্বর তার ৬৭ বছল বয়সী মা মারা যান।

১৯ ডিসেম্বর আলী আজম শেষবারের মতো মাকে দেখতে এবং নিজে জানাজা পড়াতে আইনজীবীর মাধ্যমে গাজীপুরের জেলা প্রশাসক বরাবর প্যারোলে মুক্তির আবেদন করেন। এর পরদিন তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে কালিয়াকৈরের পাবুরিয়াচালায় মায়ের জানাজায় উপস্থিত হন তিনি। দাফন শেষে আবার তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

প্যারোলের পুরো ৩ ঘণ্টা সময় আলী আজমকে হাতকড়া ও ডান্ডাবেড়ি পরিয়ে রাখে পুলিশ। ওই ঘটনার ছবিসহ সংবাদ সোশাল মিডিয়াসহ সংবাদ মাধ্যমে প্রকাশ হলে সমালোচনা শুরু হয়। এ সময় আলী আজমের স্বজনরা ডান্ডাবেড়ি খুলে দিতে অনুরোধ করলেও পুলিশ তা করেনি বলে অভিযোগ উঠেছে।

আমাদের কাগজ/এম টি