ডেস্ক রিপোর্ট।।
দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। তাঁর নাম নুর হোসেন ওরফে সুমন (৩৫)। তিনি ফেনী সদর উপজেলার পূর্ব গোবিন্দপুর গ্রামের আবুল কাশেমের ছেলে। গতকাল শনিবার বাংলাদেশ সময় রাত একটার দিকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে সন্ত্রাসীরা তাঁকে গুলি করে। ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত নুরের ভাই দক্ষিণ আফ্রিকা প্রবাসী নুরুদ্দিন বলেন, প্রায় ১২ বছর আগে তিনি ভাগ্যবদলের উদ্দেশে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে অল্প কিছুদিন চাকরি করেন। পরে নিজেই ব্যবসা শুরু করেন। ইতিমধ্যে সেখানে তিনি পাঁচটি দোকানের মালিক। কিছুদিন আগে তাঁর দুটি দোকানে পরপর ডাকাতির ঘটনা ঘটে। দোকানে ডাকাতির ঘটনায় তিনি সে দেশে মামলা করেন। পুলিশ দুই ডাকাতকে গ্রেপ্তার করে। এতে ডাকাতের সহযোগীরা ক্ষিপ্ত হয়। গতকাল শনিবার সন্ত্রাসীরা তাঁর দোকানের সামনেই ভাইকে গুলি করে পালিয়ে যায়। হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নুরের ভাই নুরুদ্দিন বলেন, তাঁরা চার ভাই ও দুই বোনের মধ্যে নুর দ্বিতীয়। বাড়িতে নুরের স্ত্রী এবং দুই বছরের একটি মেয়ে আছে।
নুরের বাবা আবুল কাশেম তাঁর ছেলের লাশটি দেশে আনার জন্য দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দূতাবাস ও সরকারের সহযোগিতা কামনা করেন।