ডেস্ক রিপোর্ট।।
সৌদি আরবে নির্যাতিত গৃহকর্মী সুমি আক্তারসহ আরো ৯১ নারী গৃহকর্মী দেশে ফিরেছেন। আজ ১৫ নভেম্বর, শুক্রবার সকাল সাড়ে ৭টায় এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে (জি৯-৫১৭) করে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
জানা গেছে, গণমাধ্যমে সুমিকে নিয়ে সংবাদ প্রকাশের পর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের উদ্যোগে অন্য নারী কর্মীদের সাথে দেশে ফেরেন সুমি।
বিমানবন্দরে অপেক্ষমান সুমির স্বামী নূরুল ইসলাম বলেন, ‘সুমি দেশে ফেরায় খুব আনন্দ লাগছে, তেমনি কষ্টও লাগছে। কারণ ভাগ্য বদলের আশায় সৌদি গিয়েছিল সুমি, এখন খালি হাতে ফিরছে।’ তারপরও সবকিছুর পর যে সুমি দেশে ফিরেছে এজন্য সরকারকে ধন্যবাদ জানান তিনি।
এদিকে জানা গেছে, বিমানবন্দর থেকে সংবাদ মাধ্যমের অগোচরেই বের করে নিয়ে যাওয়া হয় সুমিকে। কিন্তু তার স্বামী নূরুল ইসলাম অপেক্ষা করতে থাকেন।
বিদেশ প্রত্যাগতদের সহযোগিতায় থাকা ব্রাক কর্মীদের কাছ থেকে জানা গেছে, সুমি ফ্লাইট থেকে নেমে টার্মিনাল-১ দিয়ে বাড়ি চলে যান। কিন্তু তার স্বামী ও গণমাধ্যমকর্মীরা টার্মিনাল-২ এ অপেক্ষমান ছিলেন। যে কারণে তাদের মধ্যে দেখা হয়নি।