ডেস্ক রিপোর্ট ।।
এবার যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো হলো ২৫ বাংলাদেশিকে।
বুধবার (২০ নভেম্বর) রাত ৩টায় যুক্তরাষ্ট্রের একটি বিশেষ ফ্লাইটে তাদের ফেরত পাঠানো হয় বলে নিশ্চিত করেছে ইমিগ্রেশন পুলিশ সূত্র।
নির্ধারিত মেয়াদের অতিরিক্ত সময় অবস্থান করায় তাদের ফেরত পাঠানো হয় বলে জানা যায়।
এদিকে একই বিমানে ১৪৫ ভারতীয় অভিবাসীকেও ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র।
বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় দিল্লি পৌঁছায় অ্যারিজোনা থেকে ছেড়ে আসা ফ্লাইটটি।
তার আগে বাংলাদেশিদের ফেরত দেয়ার জন্য ঢাকায় বিরতি নেয় বিমানটি।