প্রবাসের কথা ২৮ সেপ্টেম্বর, ২০২০ ০৯:৫৩

এমসি কলেজে ধর্ষণের প্রতিবাদে বাংলাদেশিদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক  

 

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে বর্বরোচিত তরুণী ধর্ষণসহ বাংলাদেশে সাম্প্রতিক সব যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে মানববন্ধন ও প্রতিবাদসভা করেছেন প্রবাসীরা।

 

স্থানীয় সময় রোরবার বিকাল ৫টার দিকে বাংলা টাউনখ্যাত হেমট্রামিক সিটির কর্নান্টে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

ক্ষুব্ধ সচেতন বাংলাদেশি প্রবাসীদের ব্যানারে ওই প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে রাস্তার পাশে অনুষ্ঠিত মানববন্ধনে অংশ নেন তারা।

প্রতিবাদসভায় সভাপতিত্ব করেন ইউটিউবার অ্যাক্টিভিস্ট লাল মিয়া লালু ও সঞ্চালক ছিলেন প্রবাসী সাংবাদিক মোস্তফা কামাল।

এতে বক্তব্য রাখেন হেমট্রামিক সিটির বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলম্যান মো. কামরুল হাসান, এমসি কলেজের সাবেক ছাত্রনেতা খন্দকার ইউসুফ কামাল, প্রবাসী সাংবাদিক সেলিম আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের সহআহ্বায়ক মোহাম্মদ মঈনুল হক, সমাজকর্মী মিসবাউর চৌধুরী, ব্যবসায়ী বশিরউদ্দিন, সাবেক ছাত্রনেতা মনজুরুল করিম তুহিন, সমাজকর্মী নাজেল হুদা, ব্যবসায়ী নেতা আরমানি আসাদ প্রমুখ।

প্রতিবাদসভায় বক্তারা বলেন, সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণ ও খাগড়াছড়ির ধর্ষণের ঘটনা আমাদের মর্মাহত করেছে। মানবিক এই বিপর্যয়ে আমাদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা দেশের প্রত্যেকটি ধর্ষণের ঘটনার সঠিক তদন্তপূর্বক বিচার চাই।

দ্রুত বিচার করে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা। এমসি কলেজে গৃহবধূ ধর্ষণের নেপথ্যে গডফাদারদেরও আইনের আওতায় এনে ঐতিহ্যবাহী ক্যাম্পাসকে নিরাপদ রাখার দাবি জানান। বর্বরোচিত ঘটনায় সিলেটের মেয়র আরিফুল হকের ভূমিকা এবং খুব দ্রুততার সঙ্গে কয়েকজন ধর্ষককে গ্রেফতার করায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রশংসাও করেছেন বক্তারা।