উন্নয়ন সংবাদ ১৯ আগস্ট, ২০২৩ ১১:১৭

সামাজিক নিরাপত্তায় বড় মাইলফলক সর্বজনীন পেনশন স্কিম

ছবি - সংগৃহীত

ছবি - সংগৃহীত

আমাদের কাগজ ডেস্কঃ  চালু হলো বহুল প্রত্যাশিত বেসরকারি খাতের সর্বজনীন পেনশন স্কিম। এতে যুক্ত হতে পারবেন ১৮ থেকে ৫০ বছর বয়সী সব নাগরিক। আর ৬০ বছর বয়স থেকে আজীবন পাবেন পেনশন সুবিধা। শুরুর প্রথম দিকেই ব্যাপক সারা ফেলেছে পেনশন স্কিম। আর এই স্কিমটি দেশের সাধারণ মানুষের সামাজিক নিরাপত্তায় বড় মাইলফলক বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

জানা যায়, সর্বজনীন পেনশন কর্মসূচির আওতায় রয়েছে চারটি স্কিম। দেশে প্রথমবারের মতো চালু হওয়াতে সবাই পজিটিভ দিক বলে মনে করছেন। একটু ঘুরে তাকালে দেখা যাবে,বিশ্বের প্রায় প্রতিটি দেশে এই পেনশন স্কিম চালু রয়েছে। যা আবার কেউ কেউ মনে করেন আরো আগে চালু হওয়ার দরকার ছিল। 

চলুন জেনে নিই পেনশন স্কিমের ন্যূনতম মাসিক চাঁদা কাদের জন্য কত নির্ধারণ করা হয়েছে। 

প্রবাসীদের জন্য প্রবাসী স্কিমে ন্যূনতম মাসিক চাঁদা নির্ধারণ করা হয়েছে ৫ হাজার টাকা। বেসরকারি চাকরিজীবীদের জন্য প্রগতি স্কিম। এতে প্রতিমাসের চাঁদা দিতে হবে ন্যূনতম ২ হাজার টাকা। সুরক্ষা স্কিমে যুক্ত হতে পারবেন কৃষক, শ্রমিক, তাঁতিরা। তাদের প্রতিমাসে চাঁদা দিতে হবে এক হাজার টাকা। এতে যুক্ত হতে পারবে অতি দরিদ্ররাও। সমতা স্কিমের আওতায় তাদের ন্যূনতম চাঁদা এক হাজার টাকা দিতে হবে। তবে, এতে ৫০০ টাকা ভর্তুকি দেবে সরকার।

সিপিডির জেষ্ঠ গবেষক তৌফিকুল ইসলাম বলেন, ২০৩০ এবং ২০৪১ এ বিভিন্ন ধরনের উন্নয়নের যে মাপকাঠি রাখছি এর ভেতরে সর্বজনীন এমন সামাজিক সুরক্ষা ব্যবস্থা নিঃসন্দেহে একটি অন্যতম অংশ হিসেবে বিবেচনা করতে হবে।

তিনি বলেন, আমাদের আশঙ্কার জায়গা হচ্ছে- কেউ যদি এটাকে মনে করেন যে, এটি আমার ঋণ গ্রহণের আরেকটি জায়গা এবং সরকার আট শতাংশ একটি নিচ্ছে যা তাকে করের টাকা থেকে ফেরত দিতে হবে। তাহলে অর্থটা কিভাবে ব্যবহার হলো তা একটি বড় চ্যালেঞ্জের মধ্যে কিন্তু পড়বে।

স্কিমের অর্থ লাভজনক খাতে বিনিয়োগ করে উপকারভোগীদের কাছে ফেরত দেওয়াই এ কর্মসূচির সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

পেনশন কর্মসূচিতে যুক্ত হতে পারবেন ১৮ থেকে ৫০ বছর বয়সী যে কেউ। চাঁদা বন্ধ হবে ৬০ বছর বয়সে। নিয়মিত চাঁদা দিতে হবে অন্তত ১০ বছর। মাসিক পেনশন শুরু হবে ৬০ বছর বয়স থেকে। বেঁচে থাকলে পেনশন পাবেন আজীবন। আর মারা গেলে নমিনি বা উত্তরাধিকারী পাবেন সর্বোচ্চ ১৫ বছর। ইউ পেনশন ডট গভ ডট বিডি ওয়েব সাইটে নিবন্ধন করা যাবে ঘরে বসে। চাঁদা দেওয়া যাবে ব্যাংক, বিকাশ ও নগদের মোবাইল অ্যাপসের মাধ্যমে।

আমাদেরকাগজ/এমটি