ডেস্ক রিপোর্ট
বাংলা একাডেমি আসন্ন অমর একুশে গ্রন্থমেলা ভার্চুয়ালি করার সিদ্ধান্ত নিয়েছে। করোনা মহামারির কারণে এ ধরণের সিদ্ধান্ত নিয়েছে অমর একুশে গ্রন্থমেলার আয়োজক এই প্রতিষ্ঠান। কিন্তু ভার্চুয়ালি বইমেলার আয়োজন করা হলেও কিভাবে সেটা করা হবে সে বিষয়টি এখনো পরিষ্কার না।
যদিও স্বাভাবিকভাবে বইমেলা আয়োজনের প্রস্তুতি শুরু করেছিলো বাংলা একাডেমি। কিন্তু আজ জানা গেলো আগের সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে তারা। ভার্চুয়ালি কিভাবে বইমেলার আয়োজন করা যায় সেই কারিগরি বিষয়ে দিক নির্দেশনা দেওয়ার জন্য বাংলা একাডেমির কার্যনির্বাহী সদস্য বুয়েট অধ্যাপক ড. কায়কোবাদ দিক নির্দেশনা দেওয়ার দায়ত্বি দেওয়া হয়েছে।
এদিকে বাংলা একাডেমির একটি সূত্রে জানা গেছে, বইমেলা বাতিলে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তবে পহেলা ফ্রেবুয়ারি যে মেলা শুরু হচ্ছে না এ ব্যাপারে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যদি করোনা পরিস্থিতির উন্নতি হয় তাহলে নতুন তারিখে অন্তত সীমিত পরিসরে হলেও মেলার আয়োজন করা হতে পারে।
আর পহেলা ফেব্রুয়ারি থেকে বাংলা একাডেমির তরফ থেকে সেমিনারসহ যেসব আয়োজন হয় সেগুলো ভার্চুয়ালি করা যায় কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে।