শিল্প ও সাহিত্য ১২ জুলাই, ২০২৩ ০৫:৩৩

বিখ্যাত লেখক মিলান কুন্ডেরা আর নেই

আন্তর্জাতিক ডেস্ক: চেক লেখক মিলান কুন্ডেরা আর নেই। 'দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিয়িং'-এর লেখক ৯৪ বছর বয়সে মারা গেছেন।

তিনি কমিউনিস্ট শাসিত চেকোস্লোভাকিয়ায় একজন ভিন্নমতের লেখক ছিলেন। এ কারণে তাকে নির্বাসিত হতে হয়।

বুধবার চেক গণমাধ্যমগুলো জানিয়েছে, ফ্রান্সের রাজধানী প্যারিসে তিনি মারা যান।

বিভিন্ন পুরস্কার বিজয়ী এ লেখকের চিন্তা-ভাবনা, অনুভূতি, বিশ্বাস এবং সেইসাথে যৌনতা আর সম্পর্কের বিষয়ে লেখা উপন্যাসগুলো খুবই বিখ্যাত।

তার বিখ্যাত গ্রন্থ 'দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিয়িং'-তে কুন্ডেরা কমিউনিস্টবিরোধী আন্দোলন প্রাগ বসন্তের পটভূমিতে একটি ত্রিভুজে প্রেমের গল্প বলেছিলেন। ১৯৮৪ সালে এ মহাকাব্যিক উপন্যাসটি তাকে আন্তর্জাতিক সাহিত্যিক তারকাতে পরিণত করেছিল।

এরপর ভিন্নমতাবলম্বী এ চেক ঔপন্যাসিককে প্রায় এক দশক ধরে প্যারিসে নির্বাসিত জীবনযাপন করতে হয়েছে। তার বই চেকোস্লোভাকিয়ায় নিষিদ্ধ করা হয়েছিল। ১৯৭৮ সালে সোভিয়েত-সমর্থিত কমিউনিস্ট সরকার তাকে নাগরিকত্ব থেকে বঞ্চিত করার পরে, তিনি দেশটির সবচেয়ে বিখ্যাত নির্বাসিত লেখকে পরিণত হন।

পরে দেশটিতে ভেলভেট বিপ্লব হলে সেখানকার কমিউনিস্ট সরকারের পতন এবং চেক প্রজাতন্ত্রের সৃষ্টি হয়। এরপর এ বিখ্যাত লেখক আর কখনই তার জন্মভূমিতে ফিরে আসেননি।

অথচ, জার্মান সাপ্তাহিক ডাই জেইট-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একবার আক্ষেপ করে বলেছিলেন, ‘বর্তমান পরিস্থিতিতে দেশে প্রত্যাবর্তনের কোনো স্বপ্ন নেই।’

তিনি আরও বলেছেন, ‘আমি আমার নিজের শহর প্রাগকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি। সেই শহরের গন্ধ, স্বাদ, ভাষা, প্রাকৃতিক দৃশ্য ও সংস্কৃতি আমার সঙ্গে মিশে রয়েছে।’

কুন্ডেরার উপন্যাসগুলো ১৯৯০-এর দশক থেকে চেক ভাষায় প্রকাশিত হতে শুরু করে। কিন্তু, তার বিখ্যাত গ্রন্থ 'দ্য আনবেয়ারেবল লাইটনেস অফ বিয়িং' ২০০৬ সালের আগে তার জন্মভূমিতে প্রকাশিত হয়নি।

তার অন্যান্য জনপ্রিয় উপন্যাসগুলো হচ্ছে, দ্যা জোক, দ্যা বুক অফ লাফটার অ্যান্ড ফরগেটিং, লাইফ ইজ এলস্ওয়্যার, দ্যা ফেস্টিভাল অফ ইনসিগনিফিকেন্স ও আইডেন্টিটি। সূত্র : ফ্রান্স-২৪, ডয়চে ভেলে

 

আমাদের কাগজ/টিআর