শিল্প ও সাহিত্য ৩১ আগস্ট, ২০১৯ ০২:৩৬

'বৃথা আস্ফালন'

মাকসুদা সুলতানা ঐক্য পেশায় একজন সাংবাদিক। তিনি বর্তমানে বিটিভিতে কর্মরত আছেন। তিনি তার ফেসবুক ওয়ালে একটি কবিতা লিখেছেন। কবিতাটি নিচে তুলে ধরা হল- 

ঝর্নার খাল বেয়ে
স্রোতস্বিনী নদী, 
সাগরের পানে ছোটে
জল নিরবধি।

তুমি ছোট উলুবনে 
কার মোহ টানে! 
পেয়েছো কি কভু দেখা
নিজ মুখপানে ?

ডাকেনি তোমায় সে তো
কোন ইশারায়, 
কেন বৃথা ঘুরে মরো
তারই মায়ায়!

অপলক আনমনে
দেখেনি সে কভু,
নিজেই নিজেকে তুমি
খাটিয়েছো তবু।

কেন বৃথা ধরাধামে 
এই আস্ফালন, 
সত্যিটা জেনে বুঝে
হও নিয়ন্ত্রণ।।

কবি- মাকসুদা সুলতানা ঐক্য