ডেস্ক রিপোর্ট
চলতি বছরের একুশে বইমেলায় আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এমরান কবির চৌধুরীর বই ‘তৃতীয় নয়ন’। বইটি প্রকাশ করেছে ভিন্নচোখ প্রকাশনী।
তৃতীয় নয়ন বইটির ফ্ল্যাপে বইটির বিষয়বস্তু সম্পর্কে উল্লেখ করা হয়, ‘পরম সত্য বড় রহস্যময়। আপেক্ষিক সত্য নিয়ে মানুষের বিভেদ চিরন্তন। এ বিভেদ শুধু শারীরিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, মানসিক ধ্যান ধারণার মধ্যে বিদ্যমান। সেজন্যই একই মানবজাতির হাজারো মত, হাজারো পথ। তবে যত মত, তত পথই থাকুক না কেন, পরম সত্য কিন্তু একক।
আত্মা যে মত বা যে পথই অনুসরণ করুক না কেন, সে যদি শুদ্ধতার মাপকাঠিতে পরমাত্মার কাছাকাছি যায়, তবে সে পরমাত্মার মত শক্তিশালী হবে।
পরমাত্মার কাছে ভার্চুয়াল বলে কোনো জিনিস নাই। সব সত্য উনার করতলগত। গল্পের সাজু স্যার একজন সাধারন মানুষ। মানুষ হিসেবে অসাধারণ হয়ে উঠেছেন নিজের কর্মে। তারপর নূর মিয়ার সান্নিধ্যে পরম সত্যের গল্প শুনেছেন। কিছুটা ইচ্ছা, কিছুটা অনিচ্ছায় একসময় পরমাত্মার কাছাকাছি যেতে পেরেছেন? যদি নাই পারেন,তবে নূর মিয়ার তিরোধান অনেক দূর থেকেও দেখেছেন কিভাবে?’
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমরান কবির চৌধুরী লেখালেখি করেন ইমরান চৌধুরী নামে। তাঁর প্রকাশিত প্রথম গ্রন্থ ‘বন্যা ডট চিট’।
এর বাইরে তাঁর লেখা অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে উপন্যাস সংকলন ‘পঞ্চপ্রহর’, পাতা, কষ্টের স্বর্গে ও দহন মন, ‘দেবীনামা’ ‘আমার ঘরে বাস করে কয়জনা’। এছাড়া ‘মুক্তিযুদ্ধ ও অন্যান্য’ নামে তাঁর একটি ছোট গল্প গ্রন্থও আছে।