শিল্প ও সাহিত্য ২৯ জুলাই, ২০১৯ ০৫:০২

রাজপথে নামছেন চলচ্চিত্র শিল্পীরা

সম্প্রতি দেশে ছড়িয়ে পড়া ‘ছেলেধরা’ ও ‘গলাকাটা’ গুজব ও গণপিটুনি এবং ডেঙ্গু প্রতিরোধে রাজপথে নামছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। আজ ৩০ জুলাই বেলা ১১টায় এফডিসির সামনে এ উপলক্ষ্যে মানববন্ধন করবেন শিল্পীরা বলে গণমাধ্যমকে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ খান।

জানা গেছে, চলমান গুজব ও ডেঙ্গু প্রতিরোধে মানুষকে সচেতন করতে এফডিসির গেটে শিল্পী সমিতির পক্ষ থেকে এ মানববন্ধনের আয়োজন করা হচ্ছে। এতে সংগঠনের কার্যনির্বাহী পরিষদের সদস্যসহ চলচ্চিত্র শিল্পীরা উপস্থিত থাকবেন। 

এ ব্যাপারে নায়ক জায়েদ খান গণমাধ্যমকে জানিয়েছেন, দেশের যেকোনো প্রয়োজনে শিল্পীরা অতীতে এগিয়ে এসেছে। আগামী দিনেও আমরা যেকোনো সমস্যা সমাধানে এগিয়ে আসবো। এবার আমাদের সংগঠনের পক্ষ থেকে চলমান গুজব ও ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে রাজপথে নামবে শিল্পীরা।