শরীরের বিভিন্ন অঙ্গের গঠন দেখে বলা যায় ব্যক্তির চারিত্রিক বৈশিষ্ট। তিনি কেমন হবেন, পড়াশোনা কেমন হবে বা বিবাহিত জীবন কেমন কাটবে অথবা তিনি জীবনে ধনী হবেন না আর্থিক সমস্যায় ভুগবেন। প্রায় সব কিছুই শরীরের নানা অঙ্গের গঠন দেখে বলা সম্ভব।
ঠিক সে রকমই পুরুষদের পায়ের গঠন দেখে বলা যায়, তিনি ধনী হবেন নাকি সারা জীবন অর্থ সমস্যায় কষ্ট পাবেন। যদি প্রথম জীবনে ধনী হয়েও থাকেন, সেটা ভবিষ্যতে একই রকম থাকবে কি না, এ সব কিছুই বলা যায় পুরুষদের পায়ের গঠন দেখে।
দেখে নেওয়া যাক পুরুষদের পায়ের গঠন সম্পর্কে কী বলছে জ্যোতিষ—
• যে পুরুষদের পায়ের ওপরের অংশ উঁচু মতো হয়, অর্থাৎ কচ্ছপের পিঠের মতো এবং পায়ের আঙুল একে অপরের সঙ্গে একদম মিলিত অবস্থায় থাকে, তা খুব শুভ ফল প্রদান করে। এই সব পুরুষ খুব ধনী হন এবং তারা উচ্চপদস্থ চাকরিজীবী হন। এ ছাড়া জীবনে নানা বিষয়ে সম্মান লাভ করে থাকেন।
• যে সব পুরুষের পায়ের পাতা কোমল, পরিষ্কার ও লালিত্বপূর্ণ থাকে, তারা জীবনে বেশ ধনবান হয়ে থাকেন।
• পায়ের শিরা অধিক পরিমাণে দেখা যাওয়া খুব একটা শুভ বলে মানা হয় না।
• যে সব পুরুষের পায়ের সামনের দিকটা কুলোর মতো চওড়া, এবং পায়ের দৈর্ঘ্য ছোট হয়, তারা আর্থিক সমস্যায় জর্জরিত থাকেন।
• পায়ে অধিক পরিমাণে ঘাম হওয়া খুব একটা ভাল লক্ষণ নয়। বেশি ঘাম হতে থাকলে যে কোনো শুভ লক্ষণ ম্লান হয়ে যায়।